বিদেশে বসে মিথ্যা অপপ্রচার তথ্য সন্ত্রাসের শামিল : বাহাউদ্দিন নাছিম
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:৩৫:১৪ অপরাহ্ন, শনিবার, ২৩ অক্টোবর ২০২১
- / ১৫৫২ বার পড়া হয়েছে
বিদেশে বসে মিথ্যা অপপ্রচার তথ্য সন্ত্রাসের শামিল। এই তথ্যসন্ত্রাস ও মির্জা ফখরুলদের অপপ্রচার সাম্প্রদায়িক হামলাকারীদের রক্ষা করার অপকৌশল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম।
দুপুরে ঝিনাইদহ জেলা শিল্পকলা একডেমীতে জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় তিনি এ কথা বলেন। এসব অপপ্রচার, সাম্প্রদায়িক হামলা রুখতে তৃণমুল পর্যায়ের নেতাকর্মীদের কাজ করার আহ্বান জানান। জেলা আওয়ামী লীগের এ বর্ধিত সভায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, সদস্য এ্যাডভোকেট আমিরুল আলম মিলন, পারভীন জামান কল্পনাসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতরা উপস্থিত ছিলেন।