বিদেশে যেতে আগ্রহী ব্যক্তি প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে ঋণ পাবেন
- আপডেট সময় : ১২:১০:১৪ অপরাহ্ন, বুধবার, ৬ জানুয়ারী ২০২১
- / ১৫৪২ বার পড়া হয়েছে
বিদেশে যেতে আগ্রহী ব্যক্তি প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে ঋণ পাবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি জানান, প্রবাসীদের কল্যাণে কাজ করছে সরকার। আন্তর্জাতিক অভিবাসী দিবসের অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন তিনি। এবারে অভিবাসী দিবসের প্রতিপাদ্য -মুজিব বর্ষের আহবান, দক্ষ হয়ে বিদেশ যান।
প্রধানমন্ত্রী বলেন, বিদেশে দক্ষ জনশক্তি রপ্তানী করতে চায় সরকার। আর এ লক্ষ্যে কর্মীদের দক্ষতা বাড়াতে সারাদেশে আরো ১০০ প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলা হচ্ছে। বিশ্বের নানা প্রান্তে বাংলাদেশের যেসব কর্মী কাজ করছে, তাদের মর্যাদা নিশ্চিত করতে হবে। সরকারপ্রধান আরো বলেন, যারা বিদেশ যাচ্ছে, তাদের কর্মসংস্থান ও নিরাপত্তার দিকটি গুরুত্ব দিতে হবে । আর এক্ষেত্রে জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলোকে আরো দায়িত্বশীল হবার নির্দেশ দেন তিনি। দেশে ফেরা প্রবাসীদের মেগা প্রকল্পে কাজের সুযোগ আছে বলেও নিশ্চিত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।