বিদেশ থেকে অবৈধ পথে আসছে ওয়াকিটকি : চক্রের পাঁচ সদস্য গ্রেফতার
- আপডেট সময় : ০৮:০৫:৪৪ অপরাহ্ন, রবিবার, ৩১ অক্টোবর ২০২১
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
বিদেশ থেকে অবৈধ পথে ওয়াকিটকি-ওয়্যারলেস সেট এনে দেশের বাজারে বিক্রি করছে একটি চক্র। টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন- বিটিআরসি’র লাইসেন্স ছাড়াই হাজারেরও বেশি সেট বিক্রি করেছে তারা। শনিবার রাত থেকে রোববার ভোর পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে রেব। এদিকে, বনানীর কড়াইল বস্তি থেকে আন্তর্জাতিক মানব পাচারকারী চক্রের ২ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। ঢাকায় আলাদা দুটি সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় রেব।
অবৈধ ওয়াকিটকি-ওয়্যারলেস সেট ব্যবহার এবং বিক্রির দায়ে শনিবার রাতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে একটি চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করে রেব। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৩১৭ টি অবৈধ সেট, মোবাইল ফোন, সার্কিট বোর্ড, অ্যান্টেনা, ব্যাটারিসহ বিপুল পরিমাণ সরঞ্জামাদি।
রোববার দুপুরে মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে রেব-১০ এর অধিনায়ক জানান, এই চক্রটি বিটিআরসির লাইসেন্স ছাড়াই এসব পণ্য আমদানীর পর দেশে বিক্রি করতো।
এর মাধ্যমে তারা ভুয়া আইনশৃঙ্খলা বাহিনী সেজে ডাকাতি এবং প্রতারণা করতো বলেও জানান তিনি।
বনানীর কড়াইল বস্তি থেকে আন্তর্জাতিক মানব পাচারকারী চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে রেব-১।
মানব পাচারকারী চক্রের গডফাদারদের ধরতেও রেব কাজ করছে বলে জানান তিনি।