বিদেশ ফেরত কর্মীদের আর্থ-সামাজিক পুনর্বাসনে সরকারের বিভিন্ন পদক্ষেপ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:০৮:৩১ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২০
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
করোনার সময়ে বিদেশ ফেরত অভিবাসী কর্মীদের আর্থ-সামাজিক পুনর্বাসন করতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে জানালেন, প্রবাসী কল্যাণ ও বৈদাশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।
সকালে রাজধানীর জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো’র সম্মেলন কক্ষে আয়োজিত আইএমটি ও টিটিসি সমূহের সার্বিক কার্যক্রম সম্পর্কে আলোচনা ও মতবিনিময় সভায় একথা বলেন তিনি। এ সময় প্রবাসীদের প্রত্যাবাসন থেকে শুরু করে সার্বিক সকল বিষয় নিয়ে কাজ করার এখনই উপযুক্ত সময়, এমন দাবি করেন মন্ত্রী। তিনি আরো বলেন, অতীতের ভুলগুলো খুঁজে বের করে এখনই তা ঠিক করে নিতে হবে। সভায় মন্ত্রণালয় ও জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো’র উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।