বিদ্যালয়ে নলকূপ বসাতে গিয়ে বের হচ্ছে গ্যাস

এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৫৩:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৬০ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় একটি বিদ্যালয়ে নলকূপ বসাতে গিয়ে অবিরাম বের হচ্ছে গ্যাস।
সকালে উপজেলার বায়েক ইউপি’র অষ্টজংগল সোনার বাংলা উচ্চ বিদ্যালয়ে এভাবে গ্যাস বের হওয়া নিয়ে সৃষ্টি হয়েছে চাঞ্চল্য। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বায়েক ইউপি চেয়ারম্যান ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, সরকারিভাবে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে একটি টিউবওয়েল বসানোর কাজ চলছিল। প্রায় সাড়ে ৫শ’ ফিট বোরিং করার পর বালি এবং পানির লেয়ার পাওয়ায় ফিল্টার পাইপ লাগানোর জন্য পাইপ উপরের দিকে তোলার সময় হঠাৎ করে বিকট শব্দে গ্যাস উঠতে থাকে। পরে বিষয়টি উপজেলা প্রশাসনকে অবহিত করা হয়েছে।