বিদ্যা, বাণী ও সুরের অর্চনায় মুখরিত দেবী সরস্বতীর পূজা
- আপডেট সময় : ০৫:৩৫:০৫ অপরাহ্ন, শনিবার, ৫ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৬৪ বার পড়া হয়েছে
করোনা সংক্রমণ এড়াতে সীমিত আকারে ঢাকাসহ সারাদেশে উদযাপিত হচ্ছে সরস্বতি পূজা।
ঝিনাইদহে আড়ম্বরে অনুষ্ঠিত হয়েছে বিদ্যার দেবী সরস্বতীর পূজা।সকাল থেকেই জেলা শহরের সরকারি কেসি কলেজ, কেন্দ্রীয় বাড়োয়াড়ি তলা পূজা মন্দিরে ভীড় জমাতে থাকে শিক্ষার্থীসহ নানা শ্রেণী পেশার মানুষ। জ্ঞান লাভের আশায় মায়ের রাতুল চরণে পুষ্পাঞ্জলি প্রদান করেন শিক্ষার্থীরা। অজ্ঞতার অন্ধকার দূর করতে কল্যাণময়ী দেবীর পাদপদ্মে প্রণতি জানায় ভক্তরা।
সীমিত আকারে নাটোরে অনুষ্ঠিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের বিদ্যার দেবী সরস্বতী পূজা।গেলরাত থেকে অবিরাম বৃষ্টির কারণে উৎসব আনন্দে পড়েছে ভাটা। শীত, গুড়ি গুড়ি বৃষ্টি, মেঘলা আবহাওয়ার কারণে পূজার প্রস্তুতি নিতেও দেরী হচ্ছে সবার।
করোনা মুক্তির প্রত্যাশা নিয়ে উৎসব মুখর পরিবেশে পটুয়াখালীতে উদযাপিত হচ্ছে সরস্বতী পূজা। সকাল থেকে জেলার বিভিন্ন মন্দির ও বিদ্যালয়গুলোতে ভীড় করছে ভক্তরা। এসময় শাক ও উলুধ্বনিতে মুখরিত হয়ে ওঠে মন্দির প্রাঙ্গণ। দেবির পায়ে অর্পন করা হয় পূষ্পাঞ্জলি, বই-খাতা ও বাদ্যযন্ত্র।