বিদ্যুতের মূল্য বৃদ্ধি ও বিতরণ চার্জ বাড়ানোর প্রস্তাবনায় উদ্বেগ প্রকাশ
- আপডেট সময় : ০৮:২৫:০১ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০১৯
- / ১৫৪০ বার পড়া হয়েছে
বিদ্যুতের মূল্য বৃদ্ধি আর সঞ্চালন ও বিতরণ চার্জ বাড়ানোর প্রস্তাবনায় উদ্বেগ প্রকাশ করেছে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ক্যাব। বিদ্যুতের আর্থিক ঘাটতি সমন্বয়ে ক্যাব’র প্রস্তাব নিয়ে সংবাদ সম্মেলনে এ উদ্বেগ প্রকাশ করেন সংশ্লিষ্টরা। এসময় বিদ্যুৎ খাতে সুশাসন প্রতিষ্ঠা এবং দাম বৃদ্ধি নয়, বরং কমানোর আহ্বান জানান ক্যাব সভাপতি ড. গোলাম রহমান। আর বিশিষ্টজনেরা বলেন, সরকারকে ব্যবসা করার মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে।
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন-বিইআরসি’র সাম্প্রতিক গণশুনানিতে পাইকারি ও খুচরা বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ক্যাবের এই সংবাদ সম্মেলন।
মূল বক্তব্যে সুপারিশ তুলে ধরেন, ক্যাবের জ্বালানী উপদেষ্টা। বর্তমান অবস্থায় বিদ্যুতের দাম বাড়ানোর কোনো প্রয়োজন নেই উল্লেখ করে,আইন অনুযায়ী বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রস্তাব দেন ক্যাব সভাপতি।
আলোচকরা বলেন, জ্বালানি খাত, বিদ্যুৎ খাত স্বার্থ-সংঘাত মুক্ত নয়। রাষ্ট্র কোনো ব্যবসায়ী প্রতিষ্ঠান নয়, তারপরও সরকার মুনাফার দিকে জোর দিচ্ছে৷ এর বিরুপ প্রভাব পড়ছে মধ্যবিত্ত ও নিম্নবিত্তের ওপর।
গ্যাস উত্তোলনের ওপর জোর দেয়ার জন্য সরকারের প্রতি আহবান জানায় ক্যাব।