বিদ্যুৎখাতের দুর্নীতিবাজদের বিচার করা হবে : মান্না
- আপডেট সময় : ০৯:৪৩:০৮ অপরাহ্ন, শনিবার, ১৮ মে ২০২৪
- / ১৬৮৪ বার পড়া হয়েছে
বিদ্যুৎ খাতের দুর্নীতির টাকায় সিঙ্গাপুরে যারা প্রাসাদ নির্মাণ করেছেন, দায়মুক্তি আইন বাতিল করে তাদের আইনের আওতায় নেয়ার হুশিয়ারি দিয়েছেন নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না। বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক সেমিনারে এমন হুশিয়ারি দেন তিনি। মান্না বলেন, এ সরকার ক্ষমতায় থাকলে শুধু বিদ্যুৎ নয়, জনগণ সব ধরনের অধিকার থেকে বঞ্চিত হবে। আর সুজন সভাপতি বদিউল আলম মজুমদার বলেছেন, একদলীয় শাসন ব্যবস্থায় রাজনৈতিক জবাবদিহিতা না থাকায় জনগণকে চরম খেসারত দিতে হচ্ছে।
ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে বিদ্যুৎ এর : আলো থেকে অন্ধকারে যাত্রা শীর্ষক সেমিনারের আয়োজন করে নাগরিক ঐক্য।
আলোচনায় অংশ নেন সুসাশনের জন্য নাগরিক-সুজন সভাপতি ড. বদিউর আলম মজুমদার, সুশীল সমাজের প্রতিনিধি ও নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না অনেকে।
সুশীল সমাজ ও জ্বালানী বিশেষজ্ঞরা বর্তমান সময়ে বিদ্যুতের দাম ও লোডশেডিং এর সমালোচনা করে বলেন, জ্বালানী খাতেই সবচেয়ে বেশি দুর্নীতি হচ্ছে।
সামিট গ্রূপের হাতে বিদ্যুৎ এর দায়িত্ব তুলে দিয়ে সরকার এ খাতকে পরিকল্পিতভাবে ধ্বংস করছে।
সুসাশনের জন্য নাগরিক সুজন সভাপতি ড বদিউর আলম মজুমদার বলেন, বিদ্যুৎ খাতে দায় মুক্তি দেয়ায় লুটপাট চলছে।
আর নাগরিক ঐক্যের আহবায়ক, মাহমুদুর রহমান মান্না বলেন, ইনডেমনিটি আইনকে পূজি করে বিদ্যুৎ খাতে যারা লুটপাট করছে, তাদেরও একদিন বিচার হবে।
এ সরকার ক্ষমতায় থাকলে, জনগণ তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হবে বলেও মন্তব্য করেন মাহমুদুর রহমান মান্না।