বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ জনের মৃত্যু
- আপডেট সময় : ০২:৪৭:০৯ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২০
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে গাইবান্ধার সাদুল্যাপুরে মা-ছেলে ও সাতক্ষীরার কালীগঞ্জে কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।
গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার কামারপাড়া ইউনিয়নের নুরপুর গ্রামে জমিতে কিটনাশক দেয়ার সময় বিদ্যুতের তারে জডিয়ে কলেজ ছাত্র উৎপল কুমার ও তার মা সাধনা রানী ঘটনাস্থলে মারা গেছেন। পারিবারিক সূত্রে জানা যায়, কলেজ ছাত্র উৎপল প্রতিবেশী মনি মিয়ার জমিতে কিটনাশক প্রয়োগের সময় পাশে ইটভাটার পড়ে থাকা তারের সাথে জড়িয়ে ঘটনাস্থলে মারা যায়। পরে রাত সাড়ে ৯টার দিকে মা সাধনা রানী ছেলেকে খুজতে গিয়ে দেখেন জমিতে পড়ে আছে। তাকে উদ্ধার করতে গিয়ে তিনিও বিদ্যুতের তারে জড়িয়ে মারা গেছেন।।
সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলায় কৃষ্ণনগর ইউনিয়নে শুক্রবার সন্ধ্যায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। স্থানীয়রা জানায়, ইলিয়াছ তার বাবার সাথে ফসলের ক্ষেতে পানি দিচ্ছিল। এসময় মোটরের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়।