বিদ্রোহী প্রার্থীদের ভবিষ্যতে দল থেকে মনোনয়ন দেয়া হবে নাঃ ওবায়দুল কাদের
- আপডেট সময় : ০৬:৪৭:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ ডিসেম্বর ২০২০
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
বিভিন্ন পর্যায়ের নির্বাচনে যারা দলের সিদ্ধান্ত অমান্য করে বিদ্রোহী প্রার্থী হয়েছে, ভবিষ্যতে তাদেরকে আর কোনভাবেই আওয়ামী লীগ থেকে মনোনয়ন দেয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শেখ হাসিনার নেতৃত্বে দলের স্থানীয় সরকার নির্বাচনী মনোনয়ন বোর্ড যে সিদ্ধান্ত গ্রহণ করবেন, তা বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান তিনি।
শুক্রবার সকালে সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে স্থানীয় সরকার নির্বাচনগুলোতে সরকার ও দলের অবস্থান তুলে ধরেন আওয়ামী লীগ সাধারন সম্পাদক ওবায়দুল কাদের।প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাংগঠনিক শৃঙ্খলার প্রতি অত্যন্ত কঠোর উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, যে সকল নেতা বা জনপ্রতিনিধি দলের সিদ্ধান্ত বাস্তবায়নে বাধা দিচ্ছে, তারা বিশেষ নজরদারিতে আছেন।
দলমত নির্বিশেষে সকল অংশীজনদের গণতান্ত্রিক মূল্যবোধের সুরক্ষা এবং একে এগিয়ে নিতে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহবান জানান মন্ত্রী। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জানান, আগামী ৩০ ডিসেম্বর গণতন্ত্রের বিজয় দিবস পালন করবে তাঁর দল।