কারখানা খোলার গুজবে কর্মস্থলে ফিরছে শ্রমিকরা
- আপডেট সময় : ০৮:২২:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৬ জুলাই ২০২১
- / ১৫২৩ বার পড়া হয়েছে
বিধিনিষেধের চতুর্থ দিনে রাজধানীর সড়কে দেখা গেছে ব্যক্তিগত গাড়ির চাপ। কারখানা খোলার অনানুষ্ঠানিক খবরে কর্মস্থলে ফিরতে শুরু করেছেন শ্রমিকরা। গণপরিবহন বন্ধ থাকায় পিকআপ, ভ্যানগাড়ি ও মোটরসাইকেল যোগে গ্রাম থেকে শহরে আসতে শুরু করেছেন কর্মজীবি শ্রমিকরা। এতে ভোগান্তির পাশাপাশি গুণতে হচ্ছে বাড়তি ভাড়া।
বিধিনিষেধের চতুর্থ দিনে রাজধানীর সড়কে বেড়েছে ব্যক্তিগত যানবাহনের চাপ। জীবীকার তাগিদে বেড়েছে কর্মজীবী মানুষের ভিড়ও।
কর্মস্থলে ফিরতে এভাবেই মাইলের পর মাইলই পায়ে হেটে ঢাকায় ফিরছেন তারা। ভোগান্তির পাশাপাশি বাড়তি ভাড়াও গুণতে হচ্ছে তাদের।
বিধিনিষেধের মধ্যে খোলা হচ্ছে পোশাক কারখানা এমন খবরে অনেক শ্রমিকও ফিরতে শুরু করেছেন।
পুলিশ কর্মকর্তারা বলছেন, সড়কে যারা নিয়ম ভঙ্গ করছেন শুধু তাদের বিরুদ্ধেই নেয়া হচ্ছে ব্যবস্থা ।
মহাসড়কে জরুরি সার্ভিস ছাড়া বন্ধ রয়েছে সব ধরনের যান চলাচল।