বিনাধান-১৬ ও ১৭ চাষে আগ্রহ বেড়েছে রংপুরের কৃষকদের

- আপডেট সময় : ০৪:৫৪:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৭ অক্টোবর ২০২১
- / ১৫৫০ বার পড়া হয়েছে
স্বল্পমেয়াদী ও উচ্চফলনশীল বিনাধান-১৬ ও ১৭ চাষে আগ্রহ বেড়েছে রংপুরের কৃষকদের মাঝে। কৃষি বিভাগ জানায়, ফসলের নিবিড়তা ও কৃষকের আয় বাড়ানোসহ শ্রমিকদের কাজের সুযোগ সৃষ্টি করেছে স্বল্পমেয়াদী ও উচ্চফলনশীল এই ধান। স্বল্পমেয়াদী এই ধানের চাষাবাদের ফলে কৃষকের আয় আরও বাড়বে বলে জানিয়েছেন কৃষি বিজ্ঞানীরা।
চারিদিকে সবুজের প্রান্তর আর এরই মাঝে একখন্ড জমিতে দোলা দিচ্ছে সোনালী ধান। চলতি মৌসুমে রংপুরের তারাগঞ্জ উপজেলার আলমপুর এলাকার ভীমপুর গ্রামে ১১ একর জমিতে প্রদর্শনী আকারে চাষ করা হয়েছে উচ্চফলনশীল ও স্বল্প মেয়াদী বিনাধান-১৬ ও বিনাধান-১৭।অল্প সময়ে ধানটির ফলন বেশী হওয়ায় খুশী কৃষক।
কৃষি বিভাগ জানায়, উচ্চ ফলনশীল বিনা ধান-১৬ ও ১৭-এর জীবনকাল যথাক্রমে ৯৫ থেকে ১শ’ দিন ও ১১০ থেকে ১১৫ দিন। গড় ফলন হেক্টর প্রতি ৬ টন থেকে সাড়ে ৬ টন।
উচ্চ ফলন ও মাটির গুনাগুন বজায় রাখার উপর গুরুত্ব দিয়েছেন কৃষি বিজ্ঞানীরা।
বিনাধান-১৬ ও ১৭ চাষাবাদ সম্প্রসারণে মাঠ দিবস ও শস্য কর্তনের আলোচনায় ভার্চুয়ালী যুক্ত থেকে ফসলটির গুনাগুন কৃষকদের মাঝে তুলে ধরেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক।