বিনামূল্যে চক্ষু পরীক্ষার আয়োজন করেছে ঢাকা সেন্ট্রাল চক্ষু হসপিটাল
- আপডেট সময় : ০৮:৫২:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অক্টোবর ২০২১
- / ১৫৪০ বার পড়া হয়েছে
বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে বিনামূল্যে চক্ষু পরীক্ষার আয়োজন করেছে ঢাকা সেন্ট্রাল চক্ষু হসপিটাল। বাংলাদেশ অপটোমেট্রিক সোসাইটি- বিওএসের সহায়তায় দেশের সিনিয়র চক্ষু চিকিৎসকরা এই ফ্রি চিকিৎসা সেবা দিচ্ছেন। বিনামূল্যে চক্ষু পরীক্ষা করাতে পেরে খুশী গরীব এবং নিম্ন আয়ের মানুষেরা।
যার চোখের আলো নেই তার পৃথিবী অন্ধকার। তাই তো চোখের আলো ফিরে পেতে মানুষ কতো কিছুই না করে। কিন্ত যাদের সেই সামর্থ নেই তারা যাবেন কোথায়। সুবিধা বঞ্চিত এসব মানুষের কথা চিন্তা করে ফ্রি চিকিৎসার ব্যবস্থা করছে ঢাকা সেন্ট্রাল চুক্ষু হসপিটাল। এমন খবরে দূর দুরান্ত থেকে চোখের নানা সমস্যা নিয়ে ছুটে আসেন রোগীরা।
সকালে ফিতা কেটে এ কার্যক্রমের উদ্বোধন করেন ঢাকা সেন্ট্রাল চক্ষু হসপিটালের চেয়ারম্যান বরকত আলী।
তিনি বলেন, দেশের গরীব এবং নিম্ন আয়ের মানুষের জন্য ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
সরকারী সহায়তা পেলে দেশের অপটোমেট্রিস্টরা এ ধরনের চিকিৎসা সেবা চালিয়ে যেতে পারবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।দিন ব্যাপী এ আয়োজনে কয়েক শ’ রোগী বিনামূল্যে চক্ষু চিকিৎসা গ্রহণ করেন।