বিনা উদ্ভাবিত জলাবদ্ধতা সহিষ্ণু ও স্বল্প জীবনকালের উচ্চ ফলনশীল জাতের সরিষা চাষে সাফল্য
- আপডেট সময় : ০২:১৬:১৫ অপরাহ্ন, রবিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৬০ বার পড়া হয়েছে
মাগুরায় বাংলাদেশ পরমানু কৃষি গবেষণা ইন্সটিটিউট- বিনা উদ্ভাবিত জলাবদ্ধতা সহিষ্ণু ও স্বল্প জীবনকালের উচ্চ ফলনশীল জাতের সরিষা চাষ করে সাফল্য পাচ্ছেন কৃষকরা। দ্বিগুন উৎপাদনের সম্ভবনা নিয়ে এ জাতের সরিষা চাষে আগ্রহী হচ্ছেন কৃষকরা। ফলে দেশে ভোজ্য তেলের চাহিদা মেটানো সম্ভব হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।
দু’মাস আগে ঘুর্ণিঝড় জাওয়াদের প্রভাবে মাগুরার অনেক মাঠে যখন জলাবদ্ধতায় চৈতালী ফসলের ব্যাপক ক্ষতি হয়। ওই সময় বিনা-৪ জাতের সরিষার আবাদকারি কৃষকরা ব্যতিক্রমি ফল পেয়েছেন। ৭দিন পানির তলায় থাকার পরও বিনা জাতের সরিষা ভালভাবেই বেড়ে উঠেছে।ফলনও এসেছে ভালো।
বিনার সরিষার গাছের কান্ড শক্তিশালী ও লম্বা হওয়ায় স্বাভাবিকভাবেই বেশী সরিষার উৎপাদন হয়। নতুন এ জাতের সরিষার আবাদ দেখে অনেকেই আগামী মৌসুম থেকে বিনা সরিষার চাষে উদ্বুদ্ধ হচ্ছে।
জেলায় এ বছর ১৩হাজার হেক্টর জমিতে সরিষা আবাদ হয়েছে। পরমানু কৃষি প্রযুক্তি কাজে লাগিয়ে উচ্চ ফলনশীল এ জাতটির সম্প্রসারণ হলে দেশে স্বাস্থ্যকর ভোজ্যতেল উৎপাদন বাড়বে।
দেশে প্রতি বছর ১৩ হাজার কোটি টাকার ভোজ্য তেল বিদেশ থেকে আমদানী করতে হয়। পরমানু কৃষি প্রযুক্তি ব্যবহার ও কৃষক বান্ধব বীজ উৎপাদন হচ্ছে জেলায়।