বিনা পারিশ্রমিকে কাজ করে সাফল্য দেখিয়েছেন যশোরের দেয়াড়া ইউনিয়নের আনসার ও ভিডিপি সদস্যরা
- আপডেট সময় : ০১:৪০:৪১ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২০
- / ১৫৩২ বার পড়া হয়েছে
করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সামাজিক দূরত্ব রক্ষা ও জনসমাগম নিয়ন্ত্রণসহ হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করে মানুষকে ঘরে রাখতে বিনা পারিশ্রমিকে কাজ করে সাফল্য দেখিয়েছেন যশোরের দেয়াড়া ইউনিয়নের আনসার ও ভিডিপি সদস্যরা। এ ইউনিয়নের সাফল্যে জেলার বেশিরভাগ ইউনিয়নেও এই সেবা চালু হয়েছে। তবে করোনাকালে ব্যক্তিগত সুরক্ষা ও সাংসারিক অভাবসহ নানা সংকটে পড়েছেন আনসার-ভিডিপি সদস্যরা।
১২ মার্চ থেকে শুরু করে এ পর্যন্ত যশোরে করোনা আক্রান্ত রোগির সংখ্যা বেড়েই চলেছে। এরই মধ্যে জেলার ৮ উপজেলায় চিকিৎসক, স্বাস্থ্যকর্মীসহ মরণঘাতি করোনায় আক্রান্ত এক’শ। এমন পরিস্থিতিতে করোনা নিয়ন্ত্রণে চিন্তিত হয়ে পড়েছে জেলা প্রশাসনসহ সংশ্লিষ্টরা। এমন বাস্তবতায় দুই মাস আগে সদরের দেয়াড়া ইউনিয়নের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তাকে রাজি করিয়ে যুবকসহ বিভিন্ন বয়সের ৫২ জনকে সমন্বিকতভাবে করোনা প্রতিরোধের দায়িত্ব দেন। এদের অনেকের আনসার ও ভিডিপি প্রশিক্ষণ থাকায় অল্পদিনেই ইউনিয়ন জুড়ে সামাজিক দূরত্ব ও জনসমাগম রোধসহ মানুষকে ঘরে রাখায় সফলতা মেলে।
তবে অভাবি এসব মানুষ ইউনিয়নবাসীকে সুরক্ষা দিতে কাজ করলেও তাদের রয়েছে নানা সংকট। পারিশ্রমিক না পাওয়ায় পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছেন তারা। পারিবারিক অভাবের পাশাপাশি ব্যক্তিগত সুরক্ষার অভাবও রয়েছে তাদের। এতে তারা ঝুঁকির মধ্যে রয়েছেন।দেয়াড়া ইউপি চেয়ারম্যান তাদের নানা সংকটের কথা স্বীকার করে জানালেন, সারাদেশ জুড়ে যদি আনসার – ভিডিপি সদস্যদের কাজে লাগানো যায়, তাহলে করোনাকালীন দুর্যোগ মোকাবেলা সহজ হবে।
যশোরের দেয়াড়া ইউনিয়নে আনসার ও ভিডিপি সদস্যদের সাফল্য অনুসরণ করে জেলার বেশিরভাগ ইউনিয়নে আনসার ও ভিডিপি সদস্য এবং যুবশ্রেণিকে কাজে লাগানো হচ্ছে।