বিপাকে যশোরের মাছ ধরার দেশীয় ফাঁদ তৈরি শিল্প
- আপডেট সময় : ০২:৫২:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অগাস্ট ২০২৩
- / ১৮৯১ বার পড়া হয়েছে
বর্ষাকালে যশেরের খাল-বিলে বাড়ছে পানি। এ সময় খাল-বিলে ফাঁদ পেতে মাছ ধরে স্থানীয়রা। আর মাছ ধরার দেশীয় ফাঁদ তৈরি করে সংসার চালান, যশোরের চৌগাছার মাড়ুয়া গ্রামের অনেক পরিবার। তবে তারা বলছেন, আগের মত আর বৃষ্টি হয় না। তাই খাল, বিলে কমেছে মাছ।
বর্ষার কয়েক মাস খাল-বিলে এখনও দেশীয় প্রজাতির মাছ জন্মে এবং স্থানীয় মানুষ এই সব ফাঁদ পেতে মাছ ধরেন। যশোরের চৌগাছার মাড়ুয়া গ্রামর অনেক পরিবার এই মাছ ধরার ফাঁদ তৈরি করে তারা স্থানীয় বাজারে বিক্রি করে সংসার চালায়। বছরের ৬ মাস ধরে কাজটি চলে।
পুরুষের পাশাপাশি গ্রামের নারীরাও এই কাজে তাদের সহযোগিতা করে। আবার গ্রামের অনেকে স্থানীয় বিলে, নদীতে ফাঁদ পেতে মাছ ধরে।
ছোট মাছ বিশেষ করে টাকি, কই, শিং মাছ এই বর্ষাকালে ফাঁদে ধরা পড়ে। গ্রামর কয়েকজন এই মাছ ধরার ফাঁদ কিনে নিয়ে বাইরের বাজারে বিক্রি করেন। তবে বষ্টিপাত কম হওয়ায় আগর মত লাভ হয় না।
যারা এই পেশার সাথ জড়িত তারা সরকারি কোন সহযোগিতা পান না।তবে একটি বেসরকারি প্রতিষ্ঠান তাদের পৃষ্ঠপোষকতায় এগিয়ে এসেছে।