বিপিএলের জার্সি উন্মোচন করলো চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও মিনিস্টার গ্রুপ ঢাকা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:০৯:২১ অপরাহ্ন, সোমবার, ১৭ জানুয়ারী ২০২২
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
আনুষ্ঠানিকভাবে বিপিএলের জার্সি উন্মোচন করলো চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও মিনিস্টার গ্রুপ ঢাকা। বিকেলে আলাদাভাবে দলের ম্যাচ ও অনুশীলনের জার্সি প্রকাশ করে এই দুই দল।
বিজয়ের ৫০ বছর উদযাপনকে সামনে রেখে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের জার্সিতে থাকছে, দেশের গৌরবের নানা অধ্যায়ের উপাখ্যান। ফ্র্যাঞ্চাইজিটির চেয়ারম্যান আখতারউজ্জামান, ব্যবস্থাপনা পরিচালক কে.এম.রিফাতুজ্জামান ও ভাইস চেয়ারম্যান শাজনিন খান আনুষ্ঠানিকভাবে নতুন জার্সি তুলে দেন হেড কোচ পল নিক্সন-সহ দলের ক্রিকেটারদের হাতে। এবারের আসরে নিজেদের প্রত্যাশার কথা জানান চট্টগ্রামের আইকন ক্রিকেট নাসুম আহমেদ ও আকবর আলী। অন্যদিকে, ঢাকার জার্সি উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ, তামিম ইকবাল, রুবেল হোসেনরা। তারাও আশাবাদী এবারে ভালো করার ব্যাপারে।