বিপিএল চট্টগ্রাম পর্বে টানা তিন জয়ের পর শেষ ম্যাচে হেরে ঢাকায় ফেরে চট্টগ্রাম
- আপডেট সময় : ১২:৩২:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০১৯
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
বিপিএল চট্টগ্রাম পর্বে টানা তিন জয়ের পর শেষ ম্যাচে হেরে ঢাকায় ফেরে চট্টগ্রাম। ঢাকার মাঠে ফিরেই স্বাগতিক ঢাকা প্লাটুনকে ৬ উইকেটে হারিয়ে শেষ চারে জায়গা করে নিলো চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। এই জয়ে বিপিএলে চলতি আসরে নিজেদের খেলা অষ্টম ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান অক্ষুন্ন রাখল চট্টগ্রাম।
মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং নেয় চট্টগ্রাম। বৃষ্টিভেজা হাঁড়-কাঁপানো শীতে আউটফিল্ড অনেকটাই ছিলো স্লো। নিয়ন্ত্রিত বোলিংয়ে শুরু থেকেই ঢাকা প্লাটুন ব্যাটসম্যানরা ছিল চাপে। ব্যাটিংয়ে বিপর্যয়ে ৯ উইকেটে ১২৪ রানে গুটিয়ে যায় তারা।
১৩ বলে ১৪ রানে এনামুল ফিরে যাওয়ার পর কোন রান যোগ না করেই তাকে অনুসরণ করেন মেহেদী হাসান। তামিম ইকবালও ফিরে যান ২১ রানে। দলের হয়ে ৩৪ বলে সর্বোচ্চ ৩২ রানের ইনিংস খেলেন মুমিনুল হক। শেষ দিকে ওয়াহাব রিয়াজ এবং অধিনায়ক মাশরাফির জুটিতে শতক পার করে ঢাকা।
ঢাকার হয়ে সর্বোচ্চ রান করেন মমিনুল হক। নুরুল হাসানের বল ওয়াল্টনের হাতে ক্যাচ তুলে দেয়ার আগে ৩৪ বলে ৩২ রান করেন তিনি। বল হাতে দুটি করে উইকেট তুলে নেন মুক্তার আলী এবং রায়ন বুর্ল।
জবাবে ব্যাটিংয়ে নেমে বিনা উইকেটে ২৫ রান করে চট্টগ্রাম। এরপর দুই ওপেনার লেন্ডল সিমন্স ও জুনায়েদ সিদ্দিকীর উইকেট হারায় তারা। তৃতীয় উইকেটে ক্যারিবীয় ব্যাটসম্যান চাদউইক ওয়ালটনকে সঙ্গে নিয়ে ৪১ রানের জুটি গড়েন ইমরুল কায়েস। ১৬ বলে ২৫ রান করে ফেরেন ওয়ালটন। জিম্বাবুয়ান ক্রিকেটার রায়ান বার্লকে সঙ্গে নিয়ে ৩৪ রানের জুটি গড়েন কায়েস। ১৬ বলে ১৩ রান করে ফেরেন রায়ান।
এরপর নূরুল হাসান সোহানকে সঙ্গে নিয়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেয় ইমরুল কায়েস। দলের জয়ে দায়িত্বশীল ব্যাটিং করে ৫৩ বলে ৫টি চার ও এক ছক্কায় অপরাজিত ৫৪ রান করে কায়েস।