বিপুল অর্থ আত্মসাতের ঘটনায় ভূয়া মেজর র্যাবের হাতে গ্রেফতার
- আপডেট সময় : ০৯:২১:৫১ অপরাহ্ন, শনিবার, ১৩ মে ২০২৩
- / ১৫৯৪ বার পড়া হয়েছে
সশস্ত্র বাহিনীর মেজর পরিচয় দিয়ে বিপুল অর্থ আত্মসাতের ঘটনায় ভূয়া মেজর আব্দুর রাজ্জাক ওরফে সাগর চৌধুরীকে টাংগাইলের কালিহাতি এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব। এসময় তার কাছ থেকে সশস্ত্র বাহিনীর বিপুল পরিমাণ নকল সরঞ্জাম উদ্ধার করা হয়। বিকেলে কাওরানবাজার রেব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান, র্যাব-টেনের অধিনায়ক ফরিদ উদ্দিন।
বিভিন্ন সময় সেনাবাহিনীর মেজর পরিচয় দিয়ে চাকুরির প্রলোভন এবং নানা ভয়-ভীতি প্রদর্শন করে বিপুল অর্থ আত্মসাৎ করে আসছিল আব্দুর রাজ্জাক ওরফে সাগর চৌধুরী।
তার প্রতারণার শিকার হওয়া ভুক্তভোগীদের অভিযোগে অবশেষে র্যাবের হাতে ধরা পড়ে এই আসামী। এসময় তার কাছে পাওয়া যায় সেনাবাহিনীর বিপুল পরিমাণ নকল সরঞ্জাম।
রাজধানীর কাওরানবাজার রেব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে, টাঙ্গাইলের কালিহাতি থানার দক্ষিণ বেতডোবা থেকে ভূয়া মেজর সাগরকে গ্রেফতারের তথ্য তুলে ধরা হয়।
র্যাব জানায়, এর আগেও আসামী সাগরকে গ্রেফতার করা হয়েছিলো, যিনি ভুয়া মেজর পরিচয়ে একাধিক বিয়েও করেছেন।
আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।