বিপুল পরিমাণ মাদকদ্রবসহ চিত্রনায়িকা পরীমনি আটক
- আপডেট সময় : ০৭:৫০:৫৭ অপরাহ্ন, বুধবার, ৪ অগাস্ট ২০২১
- / ১৭১২ বার পড়া হয়েছে
বিপুল পরিমাণ মাদকদ্রবসহ চিত্রনায়িকা পরীমণিকে আটক করেছে রেপিড এ্যাকশন ব্যাটালিয়ান রেব। বনানীর বাসায় প্রায় ২ ঘন্টা অভিযান চালিয়ে সন্ধ্যায় তাকে আটক করা হয়।
বিকাল থেকে রেব ও পুলিশ বাহিনীর সদস্যরা বনানীতে আলোচিত এই নায়িকার বাসার সামনে অবস্থান নেন।পরে রেবের কয়েকজন সদস্য পরীমণির বাসার দড়জায় নক করেন। রেব পরিচয় দিলেও পরীমণি প্রথমে দরজা খুলেননি। রেবের অভিযান টের পেয়েএক পর্যায়ে ফেসবুক লাইভে আসেন এই অভিনেত্রী। অভিযোগ করেন, তার বাসায় ‘বিভিন্ন পোশাকে’ লোকজন এসে ফ্ল্যাটের দরজা খুলতে বলছেন। কিন্তু তিনি দরজা খুলতে ভয় পাচ্ছেন। এজন্য সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন। তবে পরীমনির বিরুদ্ধে অভিযোগের বিষয়ে এখনও আনুষ্ঠানিক কিছু জানায়নি রেব।
সম্প্রতি হেলেনা জাহাঙ্গীর, ফারিয়া মাহাবুব পিয়াসা ও মরিয়ম আক্তার মৌকে গ্রেপ্তারের ঘটনার ধারাবাহিকতায় চিত্রনায়িকা পরীমনির বাসায় এ অভিযান চালানো হয়।