বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য এবার একুশে পদক পাচ্ছেন ২৪ বিশিষ্ট ব্যক্তি
- আপডেট সময় : ০৮:৩৫:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫২৫ বার পড়া হয়েছে
বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য এবার একুশে পদক পাচ্ছেন ২৪ বিশিষ্ট ব্যক্তি। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে মনোনীতদের নাম ঘোষণা করেছে।
এবারের একুশে পদকপ্রাপ্তরা হলেন, ভাষা আন্দোলনে মোস্তফা এম. এ. মতিন ও মির্জা তোফাজ্জল হোসেন মুকুল, নৃত্যে জিনাত বরকতউল্লাহ, সংগীতে নজরুল ইসলাম বাবু, ইকবাল আহমেদ ও মাহমুদ রহমান বেণু, অভিনয়ে খালেদ মাহমুদ খান, আফজাল হোসেন ও মাসুম আজিজ। ‘মুক্তিযুদ্ধ’ ক্যাটাগরিতে পদক পাচ্ছেন বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ মো. মতিউর রহমান, সৈয়দ মোয়াজ্জেম আলী, কিউএবিএম রহমান ও আমজাদ আলী খন্দকার। সাংবাদিকতায় এম এ মালেক, বিজ্ঞান ও প্রযুক্তিতে মো. আনোয়ার হোসেন, শিক্ষায় অধ্যাপক ড. গৌতম বুদ্ধ দাশ, সমাজসেবায় এস এম আব্রাহাম লিংকন ও সংঘরাজ জ্ঞানশ্রী মহাথেরো। এছাড়া, ভাষা ও সাহিত্যে কবি কামাল চৌধুরী ও ঝর্ণা দাশ পুরকায়স্থ, গবেষণায় ড. মো. আবদুস সাত্তার মন্ডল এবং দলগতভাবে ড. মোহাম্মদ এনামুল হক, ড. সাহানাজ সুলতানা ও ড. জান্নাতুল ফেরদৌস একুশে পদকের জন্য মনোনীত হয়েছেন।