বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে ভোজ্যতেল জব্দ, জরিমানা
- আপডেট সময় : ০৫:২৫:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মে ২০২২
- / ১৫৫৪ বার পড়া হয়েছে
অবৈধভাবে সয়াবিন তেল মজুদ রাখার অপরাধে চট্টগ্রাম, মানিকগঞ্জ, মাদারীপুর এবং ময়মনসিংহে অভিযান চালিয়ে ভোজ্যতেল জব্দ করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সেই সাথে করা হয়েছে বিভিন্ন অংকের জরিমানা।
চট্টগ্রামের আগ্রাবাদের কর্ণফূলী মার্কেটে অভিযান চালিয়ে তিনটি দোকান থেকে দুই হাজার লিটার ভোজ্যতেল উদ্ধার করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। এসময় ওই দোকান মালিকদেরকে দুই লাখ টাকা জরিমান করা হয়েছে। পরে সাধারণ মানুষের মধ্যে ন্যায্যমুল্যে তেল বিক্রি করা হয়।
অবৈধভাবে সয়াবিন তেল মজুদ রাখার অপরাধে মানিকগঞ্জ শহরের বাজারে কালিপদ এন্ড সন্সকে এক লাখ টাকা জরিমানা এবং ১ হাজার ২ শত লিটার তেল জব্দ করা হয়।জব্দ করা তেল বোতলের গায়ে লিখা মূল্যে খোলাবাজরে বিক্রি করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মাদারীপুরে বেশি দামে সয়াবিন তেল বিক্রির দায়ে এক ডিলারের ম্যানেজারকে আটক করেছে স্থানীয়রা। পরে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ৯৭২ লিটার সয়াবিন তেল জব্দ হয়। এদিকে মাদারীপুরের শিবচরে ২২শ’ লিটার সয়াবিন তেল জব্দের পরে ন্যায্যমূল্যে বিক্রি করা হয়।
ময়মনসিংহে সয়াবিন তেলের সংকট নিরসনে কাঁচাবাজারে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। সকালে ভ্রাম্যমাণ আদালত মেছুয়া বাজারে অভিযান চলে। ব্যবসায়ীদের সতর্ক করার পাশাপাশি দুই হাজার টাকা জরিমানা করা হয়।
মুন্সীগঞ্জ সদরের মুক্তারপুর ও মিরকাদিমে তিন দোকানে অভিযান চালিয়ে ২১০০ লিটার সয়াবিন তেল জব্দ করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় তিনটি দোকানকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।