বিভিন্ন জেলায় আনন্দ উৎসব পালন করেছে পুলিশ
- আপডেট সময় : ০৭:৪০:৫৩ অপরাহ্ন, রবিবার, ৭ মার্চ ২০২১
- / ১৫২৯ বার পড়া হয়েছে
ঐতিহাসিক ৭ই মার্চ ও বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতি সংঘের চূড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে কুমিল্লা, ঝিনাইদহ ও আনন্দ উৎসব পালন করেছে পুলিশ
স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চুড়ান্ত সুপারিশ প্রাপ্তি জাতির জন্য এক মাহেন্দ্রক্ষণ ও দুর্দান্ত এক অর্জন। বাংলাদেশ পুলিশের আইজিপি ড. বেনজীর আহমেদের নির্দেশনায় এই মাইলফলক উদযাপন করেছেন ময়নামতি হাইওয়ে থানা পুলিশ। বিকেল ৪ টায় কেক কাটা ও মিষ্টি বিতরনের এক বর্নাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে ময়নামতি হাইওয়ে থানা প্রাঙ্গনে এ আনন্দ উদযাপন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, ময়নাতি হাইওয়ে থানার ওসি আনিসুর রহমান।
উন্নয়নশীল দেশে উত্তরণে জাতি সংঘের চূড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে ঝিনাইদহে আনন্দ উৎসব পালন করেছে পুলিশ। বিকেলে হরিণা কুন্ডুতে জেলা পরিষদ মিলনায়তনে এ উৎসবের আয়োজন করে হরিণাকুন্ডু থানা পুলিশ। এতে সহকারী পুলিশ সুপার আরিফুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর হুসাইন বক্তব্য রাখেন।পরে সন্ধ্যায় কেক কেটে দিবসটি পালন করা হয়।
পুলিশ হবে জনতার এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুর কোতয়ালী থানা চত্বরে জেলা পুলিশের আয়োজনে ঐতিহাসিক ৭ ই মার্চ উপলক্ষে আলোচনা সভা ও আনন্দ উৎসব পালন করা হয়।