বিভিন্ন জেলায় নতুন করে ১৫ শ’ ৪০ জন হোম-কোয়ারেন্টাইনে
- আপডেট সময় : ০৭:২৮:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২০
- / ১৫৭২ বার পড়া হয়েছে
গেল ২৪ ঘণ্টায় চাঁদপুর, চুয়াডাঙ্গা, গোপালগঞ্জ, ঝিনাইদহ ও কুড়িগ্রামসহ বিভিন্ন জেলায় নতুন করে আরো ১৫ শ’ ৪০ জনকে হোম-কোয়ারেন্টাইনে নেয়া হয়েছে । আইসোলেশনে রাখা হয়েছে ৬ জনকে।
করোনা ভাইরাস আক্রান্ত নারায়নগঞ্জ ও ঢাকা থেকে পালিয়ে চাঁদপুরে আসা ১৭৬ জনকে ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছ স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ।
চুয়াডাঙ্গায় নতুন করে ২ জনসহ হোম কোয়ারান্টাইনে রয়েছে ১১ জন ব্যক্তি। গত ২২ দিনে হোম কোয়ারান্টাইন থেকে ছাড়া পেয়েছেন ৫১৮ জন ব্যক্তি।
গোপালগঞ্জে করোনা সন্দেহে এক নারীকে ঢাকার কুয়েত মৈত্রী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ওই নারীর বাড়িসহ আশ-পাশের অন্তত ৫০টি বাড়ি লকডাউন করা হয়েছে। এদিকে, গত ২৪ ঘন্টায় নতুন করে আরো ৫ জনকে হোম রোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
কুড়িগ্রামে গত ২৪ ঘন্টায় ৪০ জনসহ ১০৭ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এছাড়া, করোনা উপসর্গ থাকার সন্দেহে কুড়িগ্রাম জেলায় মোট ৩০ জনের নমুনা সংগ্রহ করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পাবনা সিভিল সার্জন জানান, ৯৭১ জনকে হোম কোয়ারন্টোইনে রাখা হয়েছে ।
বগুড়ায় আরো ৩ জনকে মোহাম্মাদ আলী হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে এক জনের বাড়ি গাইবান্ধায়।
এদিকে, সাতক্ষীরার কালীগঞ্জ ও শ্যামনগর উপজেলায় যাওয়ার সময় ৭৩ জন ইটভাটা শ্রমিককে আটক করে কালীগঞ্জ ও শ্যামনগর উপজেলায় প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।