বিভিন্ন জেলায় পালিত হচ্ছে মহান স্বাধীনতা দিবস
- আপডেট সময় : ০৪:০৪:০৪ অপরাহ্ন, শনিবার, ২৬ মার্চ ২০২২
- / ১৮৯৫ বার পড়া হয়েছে
২৬ মার্চ বাঙালি জাতির ইতিহাসে এক গৌরবদীপ্ত দিন। পরাধীনতার শৃঙ্খল ভেঙে ১৯৭১ সালের ২৬ মার্চের প্রথম প্রহরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্বের বুকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। বাংলাদেশ পায় স্বাধীন দেশ, লাল সবুজ পতাকা।
সকালে নওগাঁর মুক্তির মোড়ে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ শেষে খাদ্যমন্ত্রী সাধন চদ্র মজুমদার বলেন, নতুন প্রজন্মের কাছে স্বাধীনতার গৌরবগাঁথা পৌঁছে দিতে হবে। একদিন তাদের হাত ধরেই এই দেশ সোনার বাংলায় রুপান্তরিত হবে।
নড়াইলে জেলা প্রশাসন, জেলা আওয়ামী লীগসহ সরকারি-বেসরকারি সংগঠনের আয়োজনে বিভিন্ন কর্মসুচির মধ্যদিয়ে পালিত হচ্ছে মহান স্বাধীনতা দিবস। সকালে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে কর্মসূচির সুচনা হয়। পরে জাতীয় পতাকা উত্তোলন, মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ, গণকবর, বধ্যভূমি ও বঙ্গবন্ধুর মুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
শ্রদ্ধা আর ভালোবাসায় নানা আয়োজনে পিরোজপুরে পালিত হচ্ছে স্বাধীনতা দিবস। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়।
নীলফামারীতেও বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে উৎসবমূখর পরিবেশে পালিত হচ্ছে দিনটি। সূর্যোদয়ের পর স্থানীয় স্বাধীনতা অম্লান স্মৃতিসৌধ্যে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদনের মধ্যে দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের আনুষ্ঠিকতার শুরু হয়। ভোর ৬ টায় শেখ কামাল ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন স্বাধীনতা ও বিজয় স্মৃতি স্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
কুষ্টিয়া জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলামের নেতৃত্বে জেলা প্রশাসক চত্বরে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতি স্তম্ভ ও বঙ্গবন্ধু ভাষ্কর্য্যে পুষ্পমাল্য অর্পণ করা হয় ভোরে।
এছাড়াও চট্টগ্রাম, মাদারীপুর, ব্রাহ্মনবাড়িয়া, চুয়াডাঙ্গা, ফেনি, গাজীপুর, মানিকগঞ্জ, ময়মনসিংহ, ও নেত্রকোণায় নানা আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হচ্ছে।