বিভিন্ন জেলায় বিএনপির কর্মসূচিতে পুলিশের বাধা, গুলি, আহত ১০
- আপডেট সময় : ০৭:৩১:২৪ অপরাহ্ন, শনিবার, ১ এপ্রিল ২০২৩
- / ১৭৪৬ বার পড়া হয়েছে
১০ দফা বাস্তবায়নের দাবিতে সারাদেশের জেলা ও মহানগরে অবস্থান কর্মসূচি শুরু করেছে বিএনপি। এসময় খুলনায় বিএনপির কর্মসূচিতে ধাওয়া পাল্টা ধাওয়া পুলিশের টিয়ারসেল নিক্ষেপ ও গুলিতে আহত ১০ হয়েছে।
খুলনায় পুলিশী বাধায় খুলনায় পন্ড হয়ে যায় বিএনপির অবস্থান কর্মসূচি। দুপুরে স্থানীয় কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে ও মিছিলের চেস্টা করলে পুলিশ নেতাকর্মীদের সরিয়ে দেয়।পরে নগরীর হেলাতলা মোড় থেকে মিছিল বের করে করলে পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ, টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ করলে ১০ নেতাকর্মী আহত হয়। পরে আবারও মিছিল করার চেষ্টা করলে সেখানেও পুলিশ টিয়ার সেল নিক্ষেপ করে। এসময় ইটপাটকেল ছোঁড়ে নেতাকর্মীরা।
নাটোরের কর্মসূচিতে বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলুর বক্তব্যের সময় হামলা চালায় স্থানীয় আওয়ামী লীগ। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইট-পাটকেল ছোঁড়া ও মারপিটের ঘটনা ঘটে। আহত হন বেশ কয়েকজন।
রাজশাহীতে কর্মসূচি থেকে জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ ও পবা উপজেলা বিএনপির সদস্য সচিব মোজাফফর হোসেনকে আটক করেছে পুলিশ। এর আগে কর্মসুচি শুরু করেন দলীয় নেতাকর্মীরা।
এতে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মিজানুর রহমান মিনুসহ স্থানীয় নেতারাকর্মীরা উপস্থিত ছিলেন। তবে এক পর্যায়ে পুলিশ ব্যানার কেড়ে নেয় ও লাঠিচার্জ করে নেতাকর্মীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে।
চট্টগ্রামে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন ও আওয়ামী লীগ সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবিতে কর্মসূচি পালন করেছে বিএনপি। নেতৃত্ব দেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু।
বরিশালে মহানগর ও উত্তর জেলা বিএনপি যৌথভাবে দুপুর ২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত কর্মসূচী করে। ময়মনসিংহের কর্মসূচিতে বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন আওয়ামী লীগ দেশকে ফ্যাসিবাদী রাষ্ট্রে পরিণত করেছে।
রংপুরে জেলা ও মহানগর বিএনপি’র অবস্থান কর্মসূচিতেও বাঁধা দেয় পুলিশ। বিদ্যুৎ গ্যাসসহ দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ও সরকারের সীমাহীন দুর্নীতির প্রতিবাদে ফরিদপুরের কর্মসূচিতে বক্তব্য রাখেন বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।
পুলিশি বাঁধায় নির্ধারিত স্থানে কর্মসূচি পালন করতে পারেনি সিলেট জেলা ও মহানগর বিএনপি। পরে কেন্দ্রীয় শহীদ মিনারের পরিবর্তে স্থানীয় এক মিলনায়তনে কর্মসূচি পালন করা হয়।
এছাড়াও নারায়ণগঞ্জ, নওগাঁ, ঝিনাইদহ, চাঁদপুর ও পটুয়াখালীসহ দেশের বিভিন্ন স্থানে অবস্থান কর্মসূচি পালন করে বিএনপি।