বিভিন্ন জেলায় বিএনপি’র নেতা-কর্মীদের সঙ্গে আইনশৃংখলা বাহিনীর সংঘর্ষ
- আপডেট সময় : ০৫:২৮:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৫৫ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষে যুবদল কর্মী নিহত হয়েছে। সংঘর্ষ হয়েছে নেত্রকোনাতেও। এতে অতিরিক্ত পুলিশ সুপারসহ ৮ সদস্য আহত হয়েছেন।
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর উপলক্ষে নারায়ণগঞ্জের ডিআইটি এলাকায় মিছিল বের করলে বাধা দেয় পুলিশ। পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করলে সংঘর্ষ বাধে। ছত্রভঙ্গ করতে রাবার বুলেট, টিয়ার শেল ছোঁড়ে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
এসময় গুলিবিদ্ধ হয়ে যুবদলকর্মী শাওন নিহত হয়েছে। পুলিশসহ প্রায় অর্ধশত আহত হয়েছে বলে জানা গেছে।
নেত্রকোনায় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এতে অতিরিক্ত পুলিশ সুপারসহ ৮ সদস্য আহত হয়। দলীয় কার্যালয়ের সামনে কর্মসূচিতে যোগ দিতে জড়ো হলে পুলিশ বাধা দিলে সংঘর্ষ বাধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারসেলসহ কয়েক রাউন্ড ফাঁকা গুলি চালানো হয়।
সিরাজগঞ্জে বিএনপির কর্মীদের সাথে পুলিশের ধাওয়া, পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় ৭ পুলিশসহ উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সট: জসিম উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, সিরাজগঞ্জ।
দরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বগুড়ায রেলী ও সমাবেশ হয়েছে। দুপুরে শহরের জলেশ্বরীতলা থেকে রেলী বের হয়ে নবাববাড়ি সড়কে দলীয় কার্যালয়ের সামনে শেষ হয়। পুলিশের বাধায় বিএনপি কর্মীরা সড়কে অবস্থান নেয়।
চট্টগ্রামের বিপ্লব উদ্যানে দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় নেতাকর্মীরা। এসময় নগর বিএনপির আহবায়ক ডাক্তার শাহাদাৎ হোসেন ও সদস্য সচিব আবুল হাসেম বকর উপস্থিত ছিলেন।
রংপুরে জেলা ও মহানগর বিএনপির রেলীতে পুলিশের ব্যারিকেড ভেঙ্গে যাওয়ার সময় ২ পুলিশসহ ১০ নেতাকর্মী আহত হয়। এসময় সিনিয়র নেতৃবৃন্দের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে দুপুরে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে বিএনপি।
মানিকগঞ্জেও পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছে স্থানীয় ওসি- সাংবাদিক সহ অন্তত ১০ জন। ঘটনাস্থল থেকে ৩ বিএনপি নেতাকর্মীকে আটক করা হয়।
আনন্দ রেলী ও আলোচনাসভা করেছে কুড়িগ্রাম জেলা বিএনপি। দুপুরে দলীয় কার্যালয় থেকে রেলী বের হলে বাধা দেয় পুলিশ। পরে সেখানেই আলোচনাসভা করা হয়।
জামালপুরে বিএনপির বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহম্মেদ এর নেতৃত্বে শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে সকাল বাজারে সমাবেশ করে। সমাবেশে বক্তব্য রাখেন ৱবিএনপি নেতা বিষ্ণু চন্দ্র মন্ডল,শাহাদাত হোসেন সাগরসহ অনেক। এ সময় নেতারা আন্দোলন সংগ্রামে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
এদিকে, নানা আয়োজনের মধ্যে দিয়ে নাটোর বিএনপির’ ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে। নেতারা বলেন, দেশের গণতন্ত্র পুণরুদ্ধারে বিএনপি সবসময় জনগণের পাশে ছিল। অন্যদিকে, বিএনপির শতাধিক নেতাকর্মীকে পিটিয়ে আহত করার প্রতিবাদ জানানো হয় ঝিনাইদহে ।