বিভিন্ন জেলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে হেফাজতে ইসলাম
- আপডেট সময় : ০৭:২০:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০১৯
- / ১৫৬৭ বার পড়া হয়েছে
চট্টগ্রাম, জামালপুর, কুড়িগ্রাম, কুমিল্লা ও চাঁদপুরসহ বিভিন্ন জেলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে হেফাজতে ইসলাম।
ভোলায় শান্তিপূর্ণ কর্মসুচিতে হামলার সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের শাস্তির দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ করেছে হেফাজতে ইসলাম। দুপুরে নগরীর জমিয়াতুল ফালাহ মসজিদ প্রাঙ্গনে এই কর্মসুচি পালন করা হয়।
জামালপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দুপুরে শহরের পিটিআই মোড় এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করে সম্মিলিত তৌহিদী জনতা। পরে বকুলতলায় এক প্রতিবাদ সমাবেশ হয়।
কুড়িগ্রামে প্রতিবাদ সমাবেশ করেছে তৌহিদী জনতা। বিকেলে কুড়িগ্রাম জেলা শহরের শহীদ মিনার এলাকায় এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এদিকে, কুমিল্লার দেবিদ্বার থেকে আব্দুল্লাহ আল মুজাহিদ এবং শফিক আহমেদ নামে দুজনকে আটক করেছে পুলিশ।
বিকেলে রংপুর নগরীর সিটি বাজার এলাকায় বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে ইসলামি শাসনতন্ত্র আন্দোলন। এসময় বক্তারা দোষীদের সনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। তা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন ধর্মপ্রাণ মুসল্লিরা।