বিভিন্ন জেলায় স্থানীয় প্রশাসনের মাস্ক বিতরণ
- আপডেট সময় : ০৬:২৭:০৩ অপরাহ্ন, বুধবার, ২৪ মার্চ ২০২১
- / ১৫২৮ বার পড়া হয়েছে
করোনা মোকাবিলায় জনসাধারণকে সচেতন করতে বরিশাল, ময়মনসিংহ, গাজীপুর, নড়াইল ও জয়পুরহাটে মাস্ক বিতরণ করেন স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা। মাস্ক না থাকায় জরিমানা গুনতে হয়েছে অনেককে।
করোনা প্রতিরোধে জেলা প্রশাসনের উদ্যোগে সকালে জয়পুরহাটের পাচুর মোড়ে সচেতনতামূলক কর্মসূচি পালন করা হয়। এসময় জনসাধারণকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান জেলা প্রসাশন। পরে গণপরিবহন ও জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ করা হয়।
‘মাস্ক পড়ার অভ্যেস, করোনামুক্ত বাংলাদেশ’ শ্লোগানে ময়মনসিংহে মাস্ক ক্যাম্পেইন করেছে জেলা পুলিশ। দুপুরে নগরীর চরপাড়া মোড়ে মাস্ক ছাড়াও জনসাধারণের মাঝে করোনার সুরক্ষা সামগ্রীও বিতরণ করেন পুলিশ সদস্যরা।
বরিশালে পৃথক দুটি ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছে জেলা প্রশাসন। মাস্ক না পরায় ৩০ ব্যক্তি এবং একটি প্রতিষ্ঠানকে ৫ হাজার ৭শ’ টাকা জরিমানা করা হয়।
গাজীপুরে করোনারোধে মাস্ক পরা নিশ্চিতে অভিযান পরিচালনা করেছে স্থানীয় প্রশাসন। পরে গাজীপুর মহিলা কলেজের মোড়ে মাস্ক বিতরণ উদ্বোধন করেন জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম।
এদিকে, নড়াইলে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সচেতনতামূলক প্রচারণা ও মাস্ক বিতরণ করেছে জেলা পুলিশ।