বিভিন্ন দাবিতে গোপালগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, পঞ্চগড়, সিরাজগঞ্জ ও নড়াইলে মানববন্ধন অনুষ্টিত
- আপডেট সময় : ০৫:৫৯:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২০
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
বিভিন্ন দাবিতে গোপালগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, পঞ্চগড়, সিরাজগঞ্জ ও নড়াইলে মানববন্ধন হয়েছে।
গোপালগঞ্জের মুকসুদপুর বাওড়ে নিজস্ব মালিকানাধীন জমিতে অবৈধভাবে খনন বন্ধ করার দাবিতে মানব বন্ধন করেছে এলাকাবাসী। উপজেলার ৮টি গ্রামের অধিবাসীরা এ মানববন্ধন কর্মসূচী পালন করে।
ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদা খানমের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করেছে মুক্তিযোদ্ধারা। দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের উদ্যোগে শিবগঞ্জ ডাকবাংলোর সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্টিত হয়।
পঞ্চগড় শহরের ভেতর থেকে কাঁচামালের আড়ৎ অন্যত্র সরিয়ে নেয়ার দাবিতে মানববন্ধন হয়েছে। দুপুরে শহরের শেরেবাংলা পার্ক সংলগ্ন পঞ্চগড়-ঢাকা মহাসড়কের পাশে একটি সংগঠন ঘন্টাব্যাপী ওই কর্মসূচির আয়োজন করে।
সিরাজগঞ্জ পৌরসভার মালশাপাড়া কবরস্থানের জায়গা দখল করে অবধৈভাবে মার্কেট নির্মাণ ও মাদকসহ সকল অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে শহরবাসী। সকালে শহরের মালশাপাড়া কবরস্থান সংলগ্ন নিউ ঢাকা রোডে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
নড়াইলের মেয়ে- পর্বতারোহী ও সাইক্লিষ্ট রেশমা নাহার রত্নাকে মাইক্রোবাস চাপা দিয়ে হত্যার প্রতিবাদে ও জড়িতদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সকালে নড়াইলের লোহাগড়া উপজেলা পরিষদের সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এদিকে, বিজয় টিভির ধামরাই প্রতিনিধি জুলহাসকে কুপিয়ে হত্যা এবং নিউজ টুয়েন্টিফোরের ময়মনসিংহ প্রতিনিধি সৈয়দ নোমানের উপর হামলার প্রতিবাদে শেরপুরে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন পালিত হয়েছে।