বিভিন্ন দেশ থেকে করোনার টিকা আসলেও এখনো কাটেনি সংকট
- আপডেট সময় : ০৭:২৬:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর ২০২১
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
বিভিন্ন দেশ থেকে করোনার পর্যাপ্ত টিকা আসলেও এখনো কাটেনি সংকট। অনেকে নিবন্ধন করে মাসের পর মাস অপেক্ষার পরেও মিলছে না সাড়া। ফলে চরম বিপাকে সাধারণ মানুষ। এদিকে বিশেষজ্ঞরা বলছেন, সরকারের সঠিক পরিকল্পনা ও ব্যবস্থাপনার অভাবে সৃষ্টি হচ্ছে এমন সংকট। সমাধানে সঠিক পরিকল্পনা নেয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতেই তুলে নেয়া হয়েছে চলাচলের সব বিধিনিষেধ। খুলে দেয়া হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান ছাড়া আর সব প্রতিষ্ঠান।
ভবিষ্যত পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সবাইকে দ্রুত টিকার আওতায় আনার প্রতিশ্রুতিও দিয়েছে সরকার। এজন্য গণটিকা কার্যক্রম শুরু করেও পর্যাপ্ত টিকার অভাবে আবার বন্ধ করে দেয়া হয়েছে। তবে থেমে থাকেনি টিকার নিবন্ধন কার্যক্রম।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত প্রায় ৪ কোটি মানুষ টিকার জন্য নিবন্ধন করেছেন। এর মধ্যে এক ডোজ টিকা পেয়েছেন প্রায় ২ কোটি । অপেক্ষায় আছেন আরো ২ কোটি।
করোনার টিকার জন্য রেজিস্ট্রেশন করে এসএমএস প্রাপ্তিতে অনিশ্চয়তার শিকার সাধারণ মানুষ। নিবন্ধন করার পর মাস পেরুলেও টিকা নেয়ার তারিখ বা মেসেজ পাচ্ছেন না অনেকেই।
এদিকে করোনার টিকার জন্য নিবন্ধন করে নানা ভোগান্তির অভিযোগ প্রবাসী কর্মীদের।
এদিকে বিশেষজ্ঞরা বলছেন, সরকারের সঠিক পরিকল্পনার অভাবেই এমন সংকট।
শিক্ষার্থীদের টিকা দিতে সারাদেশের সব শিক্ষা প্রতিষ্ঠান একসাথে না খুলে, যেসব জেলায় সংক্রমণের হার কম, সেখানকার শিক্ষা প্রতিষ্ঠান আগে খোলার পরামর্শ দেন তিনি।
পরিকল্পনাবিহীন পদক্ষেপে করোনা মোকাবিলার চেষ্টা চলছে মন্তব্য করে বিশেষজ্ঞরা বলছেন, এমন অবস্থা চলতে থাকলে সহসা দেশকে করোনামুক্ত করা সম্ভব নয়।