বিভিন্ন রুটে যাত্রীবাহী রেল চলাচল শুরু হলেও বন্ধ রয়েছে বেনাপোল ও ঢাকা রুটে বেনাপোল এক্সপ্রেস
- আপডেট সময় : ০১:৪৭:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অক্টোবর ২০২১
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
করোনা সংক্রমণ কমে আসায় দেশের বিভিন্ন রুটে যাত্রীবাহী রেল চলাচল শুরু হলেও বন্ধ রয়েছে বেনাপোল ও ঢাকা রুটে বেনাপোল এক্সপ্রেস।এতে রেল সেবা থেকে বঞ্চিত হচ্ছেন যাত্রীরা। গুরুত্বপূর্ণ এ রুটে রেল বন্ধ হওয়ায় ভোগান্তিতে পড়েছে ভারত-বাংলাদেশের মধ্যে যাতায়াতকারী পাসপোর্টধারী,ব্যবসায়ীসহ সাধারণ যাত্রীরা। পূনরায় এ রুটে রেল চলাচলের দাবি স্থানীয়দের।
করোনার কারণে গত বছরের ২৬ মার্চ বেনাপোল এক্সপ্রসে বন্ধ হয়। এর পর আবারো চালু হয়ে চলতি বছরের ৫ এপ্রিল বন্ধ হয়ে যায়। দেশের অন্যান্য রুটে রেল চালু হলেও এ রুটে এখনো বন্ধ রয়েছে রেল যোগাযোগ, এতে ক্ষোভ জানান স্থানীয়রা।
এদিকে, এ রুটে রেল যোগাযোগ বন্ধ থাকায় ব্যবসা বাণিজ্যদের ক্ষতিসহ নানা সমস্যার কথা জানান এই ব্যবসায়ী নেতা। রেলটি দ্রুত চালুর জন্য ইতিমধ্যে মন্ত্রণালয়ে আবেদন করার কথা জানান রেলের এই কর্মকর্তা। দ্রুত এ রুটে পূণরায় রেলটি চালুর দাবি জানিয়েছে স্থানীয়রা।