বিভিন্ন স্থানে ভোট কেন্দ্রে দুর্বৃত্তের আগুন
- আপডেট সময় : ০২:০১:৫৪ অপরাহ্ন, শনিবার, ৬ জানুয়ারী ২০২৪
- / ১৭৫৮ বার পড়া হয়েছে
নির্বাচন বর্জনের দাবিতে দেশের বিভিন্ন স্থানে ভোট কেন্দ্রে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
চট্টগ্রামের খুলশি ও বন্দর এলাকায় দুটি ভোটকেন্দ্রে আগুন দেয়ার ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, রাত তিনটার দিকে বন্দর এলাকার নিশ্চিন্তাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের সামনে থেকে হঠাৎ হরতাল সমর্থনে বিক্ষোভ মিছিল করে একদল যুবক। এর কিছুক্ষণের মধ্যেই স্কুলের ২/৩ টি রুমে আগুন দেয়া হয়। পরে ফায়ার সার্ভিস কর্মী ও স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে।
ময়মনসিংহের গফরগাঁওয়ের দুই ভোট কেন্দ্রে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গেলো রাতে উপজেলার গফরগাঁও ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পরশীপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের এক কক্ষে আগুন দেয়া হয়। এসময় ওই কক্ষের আসবাবপত্র এবং শিক্ষা উপকরণ পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
গাজীপুরে তিনটি স্কুলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে পুড়ে গেছে স্কুলের শ্রেণিকক্ষ, অফিস কক্ষ, বই ও আসবাবপত্র। রাতে ও ভোরে এসব ঘটনা ঘটে।
খবর পেয়ে এলাকাবাসী ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে।
বরগুনা আমতলীতে দুটি ভোটকেন্দ্রে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ভোরে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।