বিভিন্ন হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার ও সুরক্ষা সামগ্রী বিতরণ
- আপডেট সময় : ০৪:৪৮:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুলাই ২০২১
- / ১৫২২ বার পড়া হয়েছে
নোয়াখালী, নড়াইল, নওগাঁ, জামালপুর ও ফরিদপুরের বিভিন্ন হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার প্রদান করা হয়েছে।
নোয়াখালী জেলা ছাত্রলীগের উদ্যোগে সকালে দলীয় কার্যালয়ে শেখ রাসেল অক্সিজেন ব্যাংকের উদ্বোধন করেন সদর-সুবর্ণচর আসনের এমপি একরামুল করিম চৌধুরী। এসময় সাধারণ মানুষের জন্য ১ লাখ সার্জিকাল মাস্কও দেয়া হয়।
করোনা মোকাবেলায় কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০টি অক্সিজেন সিলিন্ডার দিয়েছেন নড়াইল-১ আসনের এমপি। দুপুরে এমপির পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সিলিন্ডারগুলো হস্তান্তর করেন।
নওগাঁয় জেলা বিএনপি’র উদ্যোগে শুরু হয়েছে করোনা হেল্প সেন্টার। দুপুরে দলীয় কার্যালেয় ভার্চুয়ালী এই কার্যক্রমের উদ্বোধন করেন কেন্দ্রীয় বিএনপি’র সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
জামালপুরে জেলা বিএনপির আয়োজনে করোনা রোগীদের জন্য চিকিৎসা সেবায় হেল্প সেন্টার ও সুরক্ষা সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল ও সদর হাসপাতালে ৫০টি অক্সিজেন সিলন্ডার ও প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী দিয়েছে বাংলাদেশ চেম্বার অফ কর্মাস এন্ড ইন্ডাস্ট্রিজ।