বিভ্রান্তি ছড়িয়ে মনোবল ভাঙার অপচেষ্টার অভিযোগ কাদেরের
- আপডেট সময় : ০৮:০৮:৪৭ অপরাহ্ন, সোমবার, ১২ জুলাই ২০২১
- / ১৫৩১ বার পড়া হয়েছে
সংকটকালে সাহস যোগানের পরিবর্তে, বিভ্রান্তি ছড়িয়ে বিএনপি মানুষের মনোবল ভেঙে দেয়ার অপচেষ্টা করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আর সরকারের বিরুদ্ধে সমালোচনা না করে সংকট মোকাবিলায় বিএনপিসহ সবাইকে জনগণের পাশে দাঁড়ানোর আহবান জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলী সদস্য- কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। দুপুরে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা।
রাজনীতি ও সমসাময়িক বিষয়ে সোমবার গণমাধ্যমে ব্রিফিং করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
করোনা মোকাবিলায় সরকারের নেয়া সিদ্ধান্ত নিয়ে বিএনপি নেতাদের সমালোচনার জবাবে তিনি বলেন, বিশেষজ্ঞ কমিটির সুপারিশের ভিত্তিতেই বিভিন্ন সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বিধিনিষেধ নিয়েও বিএনপির দ্বিমূখী বক্তব্যের জবাব দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
এদিকে দুপুরে রাজধানীর শ্যামপুরে মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক শেখ মো. আজহার-এর উদ্যোগে সংকটকালীন কর্মহীন, অসহায় ও দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাক।
এসময়, দলটির সাংগঠনিক সম্পাদক মির্জা আজমসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।