বিমানবন্দর থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা জব্দ
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:২৮:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৬ জুলাই ২০২১
- / ১৫২৪ বার পড়া হয়েছে
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা জব্দ করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন-এপিবিএন। সোমবার ভোরে এই বৈদেশিক মুদ্রা বহনকারী জাহাঙ্গীর কাজী নামে এক মিশরীয় নাগরিককে গ্রেফতার করা হয়।
এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক জানান, এই মুদ্রা পাচারের উদ্দেশে মিশর নেয়া হচ্ছিল। আটক জাহাঙ্গীর কাজী তার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মিশরের রাজধানী কায়রোর উদ্দেশে ঢাকা ত্যাগের চেষ্টা করছিলেন। তার কাছে আটটি দেশের মুদ্রা পাওয়া গেছে। সবচেয়ে বেশি ছিল সৌদি রিয়াল। বাংলাদেশি টাকায় এসব মুদ্রার মান প্রায় ২ কোটি ৫২ লাখ টাকা। জিয়াউল হক আরও জানান, জাহাঙ্গীরকে জিজ্ঞাসাবাদ করে অন্য কারো সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাদেরও আইনের আওতা আনা হবে।