বিমানবাহিনীকে উন্নত বিশ্বের বাহিনীর পর্যায়ে দেখতে চান প্রধানমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:০৯:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর ২০২১
- / ১৫২৪ বার পড়া হয়েছে
বিমানবাহিনীকে উন্নত বিশ্বের বাহিনীর পর্যায়ে দেখতে চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বিমানবাহিনীর ‘শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ ২০২১’ অনুষ্ঠানে যুক্ত হয়ে এই কথা বলেন তিনি।
অনুষ্ঠানে নবীন কর্মকর্তাদের উদ্দেশে শেখ হাসিনা বলেন, দূরদর্শিতা, পেশাদারিত্ব ও কঠোর পরিশ্রমে বিমানবাহিনী একটি পর্যায়ে এসে দাঁড়িয়েছে। আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। সততার পাশাপাশি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বুকে ধারণ করে দেশ ও জাতির প্রত্যাশা পূরণে দায়িত্ব পালনের আহ্বান জানান প্রধানমন্ত্রী। সশস্ত্রবাহিনীর আধুনিকায়ন ও উন্নয়নে জাতির পিতার নেওয়া নানা পদক্ষেপ ও আওয়ামী লীগ সরকারের নেওয়া উদ্যোগের কথা অনুষ্ঠানে তুলে ধরেন শেখ হাসিনা।