বিমানের ই-টিকিট প্রতারনা চক্রের মূল হোতা মাহবুবুর উর রশিদ গ্রেফতার
- আপডেট সময় : ০৭:০৬:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মে ২০২২
- / ১৬৯৪ বার পড়া হয়েছে
বিমানের ই-টিকিট নিয়ে প্রতারনা চক্রের মূল হোতা মাহবুবুর উর রশিদকে রাজধানীর গ্রীনরোড থেকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ-ডিবি। এ সময়ে তার কাছ থেকে ৮১টি ভূয়া টিকিট,১২টি ব্যাংকের চেক, দুটি মোবাইল ও জীপগাড়ী উদ্ধার করা হয়। দুপুরে মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব কথা জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার একেএম হাফিজ আক্তার। তিনি বলেন, হজকে টার্গেট করে এসব প্রতারণার ফাঁদ পেতেছে চক্রটি। তাই টিকিট কেনার সময়ে যাচাই-বাছাইয়ের পরার্মশ দেন তিনি।
হজকে সামনে রেখে ই-টিকিট জালিয়াতিতে সক্রিয় হয়ে উঠেছে প্রতারক চক্র। টিকিট কেটে যাত্রী যাওয়ার আগে রি-ফান্ড আদায় করে নিচ্ছে তারা । এরই মধ্যে সৌদি ছাড়াও মধ্যপ্রাচ্যের অন্য দেশসহ, ইউরোপ, আমেরিকা ও কানাডাগামী ২০ থেকে ৩০ জন যাত্রীর কাছে থেকে টিকিট কাটার নামে চক্রটি হাতিয়ে নিয়েছে অর্ধশত কোটি টাকা।
গেলো মার্চ মাসে সায়েদুলসহ ৫ যাত্রীর অভিযোগের ভিত্তিতে প্রতারক চক্রকে নজরদারিতে নেয় মহানগর গোয়েন্দা পুলিশ-ডিবি।
গেলো রাতে চক্রের প্রধান ও মূল হোতা মাহবুব রশিদকে গ্রীন রোড থেকে গ্রেফতার করে ডিবি। এসময় তার কাছ থেকে বেশ কয়েকটি ব্যাংকের চেক ও প্রতারণা কাজে ব্যবহৃত সরঞ্জামাদি উদ্ধার করার কথা জানান অতিরিক্ত কমিশনার একেএম হাফিজ আক্তার।
অনুমোদিত রিক্রুটিং এজেন্সি মাধ্যমে যাত্রীদের টিকিট কেনার পরামর্শ দেন তিনি।
হাফিজ আক্তার বলেন, প্রতারকচক্রগুলোর ওপরও বিশেষ নজরদারি রেখেছে আইন শৃঙ্খলা বাহিনী।