বিমানের ১৭ সিবিএ নেতার রিটের শুনানি শেষে রায় ২১ জুন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:২৩:১০ অপরাহ্ন, বুধবার, ১৬ জুন ২০২১
- / ১৫৩২ বার পড়া হয়েছে
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১৭ সিবিএ নেতার দুর্নীতি তদন্তের বিষয়ে করা রিটের শুনানি শেষে আগামী ২১ জুন রায়ের দিন ধার্য করেছেন হাইকোর্ট।
বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মহি উদ্দিন শামীমের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ আজ এ আদেশ দেন। মামলার নথি থেকে জানা যায়, ২০১৪ সালের জানুয়ারিতে বিমানের ১৭ সিবিএ নেতার বিরুদ্ধে দুর্নীতির বিষয় তদন্তের জন্য নোটিশ দেয় দুদক। পরে মসিকুর রহমানসহ ১৭ জন সিবিএ নেতা হাজিরে অস্বীকৃতি জানালেও দুদকের পক্ষ থেকে আর কোন ব্যবস্থা নেয়া হয়নি। বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হলে, প্রতিবেদন সংযুক্ত করে জনস্বার্থে হাইকোর্টে রিট করে হিউম্যান রাইটস অ্যাণ্ড পিস ফর বাংলাদেশ নামের একটি সংগঠন। শুনানি নিয়ে সিবিএ-র ১৭ নেতার বিষয়ে, দুদকের নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত।