বিরাজনীতিকরণ-মাইনাস টু-জঙ্গিবাদ নয়, উদার গণতন্ত্রের আহবান মির্জা ফখরুলের
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:৩৯:৫১ অপরাহ্ন, শনিবার, ৫ অক্টোবর ২০২৪
- / ১৬৭৯ বার পড়া হয়েছে
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্তর্বর্তী সরকারকে সেই পর্যন্ত সময় দেয়া হবে, যতদিনে যৌক্তিকভাবে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব।
বিরাজনীতিকরণ দেখতে চাই না। মাইনাস টু দেখতে চাই না। জঙ্গিবাদ দেখতে চাই না। উদার গণতন্ত্র দেখতে চাই। দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে শিক্ষক সমাবেশে তিনি এসব কথা বলেন। বিএনপি মহাসচিব বলেন, বহু মানুষের রক্তের বিনিময়ে দেশে পরিবর্তন এসেছে। সাময়িক বিজয় হয়েছে, যা ধরে রাখতে হলে সুসংহত থাকতে হবে। এটা গুরুত্বপূর্ণ সময়। দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এসে গেছে মনে করে হাওযায় যেন কেউ না ভাসে। স্বাধীনতার ৫৩ বছর পরও দেশের সবচেয়ে দুর্বল জায়গা শিক্ষাব্যবস্থা। যে দলটি গণতন্ত্রের পুরোধা বলে দাবি করেছিল, সেই দলটির কারণে দেশে গণতন্ত্রের মৃত্যু হয়েছে। পতিত সরকার দেশে বৈষম্যের পাহাড় গড়ে তুলেছে।