বিরূপ আবহাওয়ার কারণে ব্যাহত হয়েছে মৌলভীবাজার চা উৎপাদন
- আপডেট সময় : ০৬:২৩:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২০
- / ১৫৩২ বার পড়া হয়েছে
বিশ্ব মহামহারীর এই সময়ে চালু রাখা হয়েছে দেশের বিভিন্ন অঞ্চলের চা বাগানের কার্যক্রম। তবে উৎপাদন বিপর্যয় রয়েছে সবখানেই। বিরূপ আবহাওয়ার কারণে ব্যাহত হয়েছে মৌলভীবাজার চা উৎপাদন।
করোনাকালিন সময়ে চালু ছিল চা বাগানগুলোর কার্যক্রম। অনাবৃষ্টি-অতিবৃষ্টি, পোকা-মাকড়ের আক্রমণ, খরাসহ বিরূপ আবহাওয়ায় ক্ষতি হয়েছে মৌলভীবাজারের চা চাষে। এবার সব মিলিয়ে উৎপাদন নেমে এসেছে গতবারের তুলনায় অর্ধেকে।
এ বছর ঐ অঞ্চলে চা উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭ কোটি ৭০ লাখ কেজি। ছয়মাসে অর্জিত উৎপাদনে চায়ের পরিমাণ দাঁড়িয়েছে মাত্র ৩ কোটি ৩৯ লাখ ৯০ হাজার কেজি। ফলে এই শিল্পকে এবার গুণতে হবে লোকসান।
দিনে-রাতে অবিরত বৃষ্টিপাত চা গাছের কুঁড়ি গজাতে বাধা হয়ে দাঁড়িয়েছে। বছরের বাকি সময়ে আবহাওয়া অনুকূলে থাকলে চায়ের উৎপাদন বাড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ট অনেকে। সঠিক পরিচর্যা, ছায়া দেয়া গাছগুলোকে কেটে ফেলায়, ও নিম্নমানের কীটনাশক প্রয়োগ চা উৎপাদনকে কমিয়ে দিচ্ছে বলে অভিযোগ পরিবেশবিদের। প্রাকৃতিক দুর্যোগসহ নানা সংকট কাটিয়ে চা উৎপাদন ও বিক্রি আবারো চাঙ্গা হবে এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।