বিরোধপূর্ন সীমান্ত নিয়ে ভারত ও চীনের মধ্যকার দ্বন্ধ আঞ্চলিক স্থিতিশীলতার জন্য উদ্বেগজনক
- আপডেট সময় : ০৩:১১:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২০
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
বিরোধপূর্ন সীমান্ত নিয়ে ভারত ও চীনের মধ্যকার দ্বন্ধ আঞ্চলিক স্থিতিশীলতার জন্য উদ্বেগজনক। দুটি বন্ধু রাষ্ট্রের সঙ্গেই এ বিষয়ে সতর্ক কূটনৈতিক কৌশল গ্রহণ করা প্রয়োজন বলে মনে করেন সাবেক রাষ্ট্রদূত হুমায়ন কবির। অন্যদিকে কূটনৈতিক বিশেষজ্ঞ অধ্যাপক দেলোয়ার হোসেনের মতে করোনাকালীন সংকটে পরাশক্তিধর রাষ্ট্রগুলোর কাছে আরো দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করে আন্তর্জাতিক সম্প্রদায়। এবং দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্কের মূল্যায়নে ভারত-চীন সংঘাত বেশিদূর গড়াবে না বলেও মত দেন তিনি।
স্যাটেলাইট থেকে ভারত চীনের বিরোধপূর্ন লাদাখের গালওয়ান সীমান্তের চিত্র অনেকটাই একরকম। সোমবার রাতে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় ঘটে যাওয়া সংঘর্ষে উভয়পক্ষের মধ্যে হতাহতের ঘটনা ঘটে। করোনাকালীন বৈশ্বিক সংকটে দক্ষিন এশিয়ার পরাশক্তিধর রাষ্ট্র দুটির মধ্যে সম্পর্কের এই টানাপোড়েন নিয়ে চিন্তিত আন্তর্জাতিক সম্প্রদায়। উভয় দেশই বাংলাদেশের বৈদেশিক বানিজ্যের বড় অংশীদার এবং ভারতের সঙ্গে বাংলাদেশের রয়েছে ৪ হাজার ১শ ৫৬ কিলোমিটার দীর্ঘ সীমান্ত।
বন্ধুভাবাপন্ন দুটি দেশের মধ্যকার এই সংকটে বাংলাদেশের পররাষ্ট্রনীতি কেমন হওয়া উচিত সে সম্পর্কে নিজের মূল্যায়ন তুলে ধরেন সাবেক রাষ্ট্রদূত হুমায়ন কবির। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক চেয়ারম্যান দেলোয়ার হোসেনের মতে, করোনাকালীন বৈশ্বিক মন্দার মধ্যে, দ্বিপাক্ষিক বানিজ্য সম্পর্ক বিবেচনায় নিয়ে দেশদুটি এই সংকট বহুদূর গড়াতে দেবে না। বিশ্ব অর্থনীতির এই সংকটময় মুহুর্তে বৃহৎ অর্থনীতির দেশদুটোর কাছে আন্তর্জাতিক সম্প্রদায় আরো দায়িত্বশীল ভূমিকা আশা করেন বলেও মত দেন তারা। দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে ভারত চীনের মধ্যকার সংকটের সমাধান সম্ভব বলে জানান কূটনৈতিক বিশেষজ্ঞরা।