বিরোধী দল দমনে আদালতকে ব্যবহার করছে সরকার : ফখরুল
- আপডেট সময় : ০৭:৩৪:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৩
- / ১৮৩৬ বার পড়া হয়েছে
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিরোধী দল দমনে বিচার বিভাগকে ব্যবহার করছে সরকার। নীরবে হরণ করা হচ্ছে গণতন্ত্র। তিনি বলেন, জুডিশিয়াল কমিশন গঠন করে বিচার বিভাগের ভেতরের সমস্যা সমাধান করতে হবে। রাজধানীর গুলশানে এক সেমিনারে একথা বলেন তিনি। এতে অংশ নিয়ে আইনজীবী ও সাবেক বিচারকরা বলেন মানুষের সাংবিধানিক, রাজনৈতিক, মানবাধিকার হরণ করা হলেও বিচার বিভাগ এখন নির্বিকার।
রাজধানীর গুলশানের একটি হোটেলে ‘বিচার বিভাগের বর্তমান অবস্থা : বাংলাদেশে বিরোধীদের নিপীড়নের হাতিয়ার’ শীর্ষক সেমিনারের আয়োজন করে ইউনাইটেড লয়ার্স ফ্রন্ট- ইউএলএফ।
আলোচনায় অংশ নিয়ে আইনজীবী ও সাবেক বিচারকরা তুলে ধরেন দেশের বর্তমান বিচার বিভাগের চিত্র। বলেন, পদে পদে বিচার বিভাগের স্বাধীনতা ক্ষুন্ন করা হচ্ছে।
বিশেষ অতিথি বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশে আইনের সুরক্ষা নেই। বিচার বিভাগকে সুরক্ষিত রাখতে নির্বিকার বিচার বিভাগ।
প্রধান অতিথি বিএনপি মহাসচিব, ঢাকা বারের সামনে আইনজীবীদের উপর পুলিশের হামলা এবং সকল মহলের বিরোধীতার পরও সংসদে সাইবার নিরাপত্তা আইন পাসের তীব্র নিন্দা জানান। তিনি বলেন, বিরোধীদল দমনে বিচার বিভাগকে ব্যবহার করছে সরকার।
জোটবদ্ধভাবে আন্দোলন করে গনতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসার আহবান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।