বিরোধী দল নিধনে দেশের আদালত আরেকটি আয়না ঘরে পরিণত হয়েছে : রিজভী
- আপডেট সময় : ১০:৪৩:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর ২০২৩
- / ১৫৯৩ বার পড়া হয়েছে
মিথ্যা ও গায়েবী মামলা দিয়ে বিচার বিভাগের মাধ্যমে নির্বাচনের আগে সরকার বিরোধী দলকে দমন করার অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। আরবিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেন, বিরোধী দল নিধনে দেশের আদালত আরেকটি আয়না ঘরে পরিণত হয়েছে। চট্টগ্রামের ও ঢাকায় এসব কথা বলেন বিএনপির দুই সিনিয়র নেতা। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, দেশের আদালত একজন ব্যক্তির ইচ্ছেতে পরিচালিত হচ্ছে। তাই দেশে মানুষ ন্যায়বিচার পাচ্ছে না। রিজভী অভিযোগ করেন, বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার করে ও আন্দোলন থামাতে পারবে না সরকার।
এদিকে চট্টগ্রামের সপ্তম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে নাশকতা মামলায় হাজিরা দিতে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। এজলাস থেকে বেরিয়ে তিনি বলেন, নির্বাচনের সময় যতই এগিয়ে আসছে আদালতের ততই তৎপর হচ্ছে। মিথ্যা মামলায় সাজা দিয়ে বিরোধীদলের নেতাদের নির্বাচন থেকে বাইরে রাখার অপচেষ্টা চলছে বলেও দাবি করেন আমীর খসরু।