বিরোধী রাজনৈতিক শক্তি দেশে ও দেশের বাইরে অপপ্রচারে ব্যস্ত : পররাষ্ট্রমন্ত্রী
- আপডেট সময় : ০৮:০২:৩০ অপরাহ্ন, রবিবার, ৩১ মার্চ ২০২৪
- / ১৫৯৩ বার পড়া হয়েছে
বিরোধী রাজনৈতিক দলগুলো বহির্বিশ্বে নেতিবাচক তথ্য পরিবেশনের মাধ্যমে দেশের ভাবমূর্তি নষ্ট করতে ব্যস্ত বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ। সকালে ইন্টারন্যাশনাল রিলেশনস্ রিপোর্টার্স ফোরাম-আইআরএফ আয়োজিত এক সেমিনারে এসব কথা বলেন তিনি। বলেন, রাজনৈতিক ও অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে পৃথিবীর কাছে দেশের সকল অর্জন ইতিবাচকভাবে তুলে ধরার পাশাপাশি গণমাধ্যমের জোরালো ভুমিকার কথাও তুলে ধরেন পররাষ্ট্রমন্ত্রী।
‘বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি বিনির্মাণে গণমাধ্যমের ভুমিকা’ শীর্ষক আলোচনার আয়োজন করে “ইন্টারন্যাশনাল রিলেশনস্ রিপোর্টার্স ফোরাম”আইআরএফ।
সভায় বক্তারা গণমাধ্যমকর্মীদের পাশাপাশি প্রতিষ্ঠানটির সম্পাদকের গুরত্বের কথাও তুলে ধরেন।
সভার প্রধান আলোচক পররাষ্ট্র মন্ত্রী হাছান মাহমুদ বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তির গুরুত্বের কথা তুলে ধরে বলেন,দেশের নেতিবাচক ভাবমূর্তি রাষ্ট্রকে রাজনীতি ও অর্থনৈতিক ভাবে ক্ষতিগ্রস্ত করে।
সরকারের অনেক ইতিবাচক অর্জন থাকলেও বিরোধী রাজনৈতিক শক্তি দেশে ও দেশের বাইরে অপপ্রচারে ব্যস্ত।যা প্রতিরোধে গণমাধ্যমকে আরো জোড়ালো ভূমিকা রাখগে হবে।
পররাষ্ট্র বিষয়ক সংবাদকর্মীদের এ সংগঠন দক্ষতা অর্জনের মাধ্যমে বিশ্বে ইতিবাচক ভুমিকা রাখবে বলেও আশা প্রকাশ করেন তিনি।