বিলুপ্ত তত্ত্বাবধায়কের আদলে নিরপেক্ষ সরকার চায় বিএনপি : ফখরুল
- আপডেট সময় : ০৯:২২:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অক্টোবর ২০২২
- / ১৫৬৬ বার পড়া হয়েছে
১৯৯৬ সালের সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারের যে রূপরেখা ছিল সে আলোকেই তত্ত্বাবধায়ক সরকার চায় বিএনপি। ২০ দলীয় জোটের শরিক দলগুলোর সাথে সংলাপ শেষে এ কথা জানান, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, সরকার-বিরোধী আন্দোলনের জন্য প্রস্তুত হচ্ছে বিএনপি। খালেদা জিয়ার মুক্তি, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধ এবং গুম-খুন বন্ধে যুগপৎ আন্দোলন করার লক্ষ্যেই সমমনা বিরোধী দলগুলোর সঙ্গে ধারাবাহিক সংলাপ করছে দলটি।
গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে ২০ দলীয় জোটের শরিক বাংলাদেশ লেবার পার্টি ও ন্যাশনাল পিপলস্ পার্টি সাথে সংলাপ করে বিএনপি।
পরে শরিক দলের নেতারা বলেন, এই সরকারের অধিনে আর কোনো নির্বাচন নয়। নিরপেক্ষ সরকারের দাবিতে যুগপৎ আন্দোলনের মাঠে থাকবেন তারা।
আর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ৯৬ সালে তত্ত্বাবধায়ক সরকারের যে রূপ-রেখা ছিল সেই আলোকে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চায় বিএনপি।
খালেদা জিয়ার মুক্তি, নিরপেক্ষ সরকারের অধিনে নির্বাচনসহ সমসাময়িক বিষয় নিয়ে শরিকদের সাথে নিয়ে যুগপৎ আন্দোলনের কথাও জানান তিনি।
এর আগেও দ্বিতীয় দফায় চলতি মাসে কল্যাণ পার্টি, বাংলাদেশ জাতীয় পার্টি ও এলডিপির সঙ্গে সংলাপ করে বিএনপি।