বিল গেটসকে টপকে বিশ্বের ২য় ধনীর তালিকায় মাস্ক
- আপডেট সময় : ০৭:৩৩:২৩ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২০
- / ১৫৪১ বার পড়া হয়েছে
Elon Musk speaks during a news conference after a Falcon 9 SpaceX rocket test flight to demonstrate the capsule's emergency escape system at the Kennedy Space Center in Cape Canaveral, Fla., on Jan. 19, 2020.
করোনা সঙ্কটের কারনে বিশ্ব অর্থনীতি সম্পর্কে নানা উদ্বেগজনক কথাবার্তা শোনা গেলেও ক্রমেই ফুলে ফেঁপে উঠছেন বিশ্বের ধনকুবেররা। এবার বিশ্বের শীর্ষ ধনী তালিকায় দ্বিতীয় স্থানে থাকা বিল গেটসকেও ছাপিয়ে গেলেন টেসলার কর্ণধার ইলন মাস্ক। মাইক্রোসফট প্রধানকে পিছনে ফেলে এবার বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ধনীর তকমা নিজ পকেটে পুড়লেন তিনি। বর্তমানে টেসলার বাজারমূল্য ৫০ হাজার কোটি ডলারের গণ্ডি পার করে ফেলাতেই তাঁর এমন উত্থান বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
ব্লুমবার্গ বিলিওনিয়ার ইনডেক্সেই দেখা যাচ্ছে চলতি বছরেই প্রায় ১০ হাজার কোটি ডলারের সম্পত্তি বেড়েছে টেসলা প্রধানের। ফলে সম্পত্তির অঙ্কের নিরিখে সহজেই বিল গেটসে পিছনে ফেলেছেন মাস্ক। পরিসংখ্যান বলছে মাস্কের ৭০০ ডলারের সম্পত্তি বেড়ে হয়েছে বর্তমানে ১২ হাজার ৭৯০ কোটি ডলার হয়েছে যা পুরনো রেকর্ডের চেয়ে প্রায় দ্বিগুণ। অথচ জানুয়ারিতে এই তালিকায় ৩৫ নম্বরে ছিলেন তিনি। এদিকে টেসলা কর্ণধারের এই উত্থানের পরেই মজার মজার ট্রলে ছেয়ে গেছে গোটা নেট দুনিয়া। বিল গেটস ও তাঁর তুলনা টেনে চলছে তুমুল হাসি-মশকরা। সম্পত্তির নিরিখে বর্তমানে বিশ্বের শীর্ষ ৫০০ ব্যক্তির তালিকা প্রকাশ করেছে ব্লুমবার্গ। সেখানেই দেখা যাচ্ছে করোনা সঙ্কটকে পাত্তা না দিয়েই গত এক বছরে সামগ্রিক ভাবে নিজেদের সম্পত্তির পরিমাণ ১ লক্ষ ৩০ হাজার কোটি টাকা বাড়িয়ে নিয়েছেন তাঁরা। এমনকী প্রথম দশে অনেক আগেই ঢুকে পড়েছেন ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানীও।
বিশ্ব ধনী তালিকায় একেবারে শীর্ষে রয়েছেন অ্যামাজন প্রধান জেফ বেজোস। বর্তমানে তাঁর মোট সম্পত্তির পরিমাণ ১৮ হাজার ২০০ কোটি ডলার। ২০১৭ সালে তিনিই প্রথম বিল গেটসকে টপকে দ্বিতীয় স্থানে উঠে আসেন। তারপর থেকে তার রেকর্ড আর কেউই ভাঙতে পারেনি।
অনলাইন ডেস্ক