বিশেষজ্ঞদের মতামত উপেক্ষা করে লকডাউন তুলে নেয়া সরকারের আত্মঘাতী সিদ্ধান্ত
- আপডেট সময় : ০৭:৩৩:১৯ অপরাহ্ন, শনিবার, ১৪ অগাস্ট ২০২১
- / ১৫২০ বার পড়া হয়েছে
সংক্রমনের মধ্যেও বিশেষজ্ঞদের মতামত উপেক্ষা করে লকডাউন তুলে দেয়া সরকারের একটি আত্মঘাতী সিদ্ধান্ত-এমন দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। টিকা নিয়েও সরকার অপরাজনীতি করছে বলেও ব্যক্ত করেন তিনি। দুপুরে রাজধানীর গুলশান কার্য্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সিদ্ধান্ত জানাতে শনিবার দুপুরে গুলশানে চেয়ারপার্সনের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এসময় ১৫ আগস্টের ঘটনায় জিয়াউর রহমানকে জড়িয়ে আইনমন্ত্রীর বক্তব্যের তীব্র নিন্দা জানান তিনি।
মির্জা ফখরুল বলেন, বাংলাদেশকে দেয়া জাতিসংঘের পত্রই প্রমাণ করে গুম ও খুনের বিষয়ে বিএনপির অভিযোগ সত্য।
করোনা সংক্রমনে মধ্যে লকডাউন তুলে নেয়ার সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, টিকা নিয়েও অপরাজনীতি করছে সরকার।
পদ্ম সেতু ইস্যূতেও সরকার নতুন প্রকল্প তৈরি করে দুর্নীতির রাস্তা বের করার চেষ্টা করছে বলে মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।