বিশেষজ্ঞদের সব পূর্বাভাস ভুল প্রমাণ করে সংক্রমণ এখন নিয়ন্ত্রণে : ওবায়দুল কাদের
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:১৯:১৩ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২০
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রীর দক্ষতা, দূরদর্শিতা এবং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নের ফলে বিশেষজ্ঞদের সব পূর্বাভাস ভুল প্রমাণ করে সংক্রমণ এখন নিয়ন্ত্রণে।
যুক্তরাজ্য শাখা আওয়ামী লীগ আয়োজিত স্মরণসভায় ভার্চুয়ালি যোগ দিয়ে এসব কথা বলেন তিনি। এ সময় সড়ক পরিবহন মন্ত্রী বলেন, বিশ্ব এক কঠিন সময় পার করছে, করোনা মহামারি স্থবির করে দিয়েছে প্রাণোচ্ছল পৃথিবীকে, গোটা বিশ্ব হিমশিম খাচ্ছে সংক্রমণ নিয়ন্ত্রণ ও আক্রান্ত মানুষকে বাঁচাতে। বাংলাদেশের অনেক সীমাবদ্ধতা সত্ত্বেও অসীম সাহসিকতায় মোকাবিলা করছে এ মহামারি। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষতা, দূরদর্শিতা এবং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নের ফলে বিশেষজ্ঞদের সব পূর্বাভাস ভুল প্রমাণ করে সংক্রমণ এখন নিয়ন্ত্রণে।