বিশেষ নাটক ‘বিহঙ্গ বালিকা’
- আপডেট সময় : ১০:০৩:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুন ২০১৬
- / ১৫৮০ বার পড়া হয়েছে
গল্প: রুদ্র মোহাম্মদ মোস্তফা কামাল
নাট্যরূপ: মীর্জা রাকিব
পরিচালনা: সাদেক সিদ্দিকী
অভিনয়: ইমন, অরিন, আন্না, সাগর প্রমুখ
এসএ টেলিভিশনে প্রচার ঈদের ৬ষ্ঠ দিন রাত ৮.৫০ মিনিটে।
কাহিনী সংক্ষেপ
মাঝে মাঝেই আবিরের দুঃস্বপ্ন দেখে রাত কাটে। দেখে তার প্রেমিকারা তাকে তাড়া করে বেড়াচ্ছে। এমন স্বপ্নই তার দেখার কথা। কারণ বোন দুলাভাইয়ের সংসারে থাকে। পয়সাওয়ালা পরিবারের ছেলে। কোন কাজ কর্ম নেই। কেবলই মেয়েদের সাথে প্রেম করে বেড়ায়। এখন লুবনার মত সহজ সরল একটা মেয়ের সাথে তার প্রেম চলছে। এর আগে শায়লা ও মিনার সাথে তার প্রেম ছিল। ফয়সাল লূবনার মন পেতে চায়। অথচ লুবনা আবিরের প্রেমে মত্ত। কিন্তু এখন আবিরের মন লুবনাতেও ভরছে না। তার চোখে পড়ে সুন্দরী ফারিয়াকে। মডেলিং এর স্বপ্ন দেখা মেয়েটাকে সে বিজ্ঞাপন নির্মাতার পরিচয় দিয়ে ভুলিয়ে ফেলেছে। ফারিয়াকে মডেলিং এর জন্য তৈরী করার মন্ত্রজালে আবদ্ধ করে ফেলে। সেখানে ফারিয়ার মা,ছোট বোন ও মামাকেও বশ করে ফেলেছে। লুবনার সাথে আবিরের এখন কোন যোগাযোগ নেই। লুবনার মন খারাপ।